মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৪ ডিসেম্বর) প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে ১ উইকেটে জিতেছে বাংলাদেশ। আগে ব্যাট করে সাকিব আল হাসান ও এবাদত হোসেনের তাণ্ডবে মাত্র ১৮৬ রানে গুটিয়ে যায় ভারত। ৫ উইকেট শিকার করেন সাকিব। এবাদত নেন ৪ উইকেট।
ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ ৩ উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট নেন কুলদীপ সেন ও ওয়াশিংটন সুন্দর। ১টি করে উইকেট পেয়েছেন দীপক চাহার ও শার্দুল ঠাকুর।