ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের (পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড) মুরালীদাহ গ্রামের বাসিন্দা হিরো লিটন। পেশায় তিনি একজন গাড়ী মিস্ত্রি। ছোটকাল থেকেই কিছু একটা তৈরি করার নেশা তার|
নিজে হেলিকপ্টার তৈরি করলেও আকাশে উড়াতে পারেননি। তবুও হাল ছাড়েননি। নিজে নিজে তৈরি করেছেন একটি চার চাকার জিপ গাড়ী। গাড়ীটির রং আগে ছিলো খয়েরি। এখন নতুন করে আকাশি ও সাদা রঙের করা হয়েছে, যা আর্জেন্টিনা পতাকার আদলে।
খোঁজ নিয়ে জানা গেছে, তার পুরো নাম মোঃ লিটন শেখ(৩২)। তার পিতার নাম মানিক শেখ। ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সমেসপুর বাজারে হিরো লিটনের মোটর গ্যারেজ। এলাকাবাসীর কাছে তিনি হিরো লিটন নামে পরিচিত। বিশ্বকাপ ফুটবল খেলায় তার প্রিয় দল আর্জেন্টিনা। তাই প্রিয় দলের প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি নিজের তৈরি গাড়িটির রং আর্জেন্টিনার পতাকার রঙে রঙিন করেছেন।
সরজমিনে দেখা যায়, হিরো লিটন নিজের তৈরি করা গাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে রঙিন করেছেন। গাড়ির উপরে লিওনেল মেসির ছবিসহ প্যানাসাইন।গাড়ীতে উড়ছে বাংলাদেশ ও আর্জেন্টিনার দুটি পতাকা। গাড়ীটি রং করতে খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা।
হিরো লিটন বলেন, ছোটকাল থেকেই আমার কিছু একটা তৈরি করার প্রবল ইচ্ছে শক্তি নিজের ভেতর কাজ করতো। সে অনুযায়ী দীর্ঘদিন ধরে একটি হেলিকপ্টার তৈরির চেষ্টা করি। কিন্তু হেলিকপ্টার তৈরি করলেও আকাশে উড়াতে ব্যার্থ হয়েছি। তারপর থেমে যাইনি। আমি একজন মোটরগাড়ি মিস্ত্রি। পরে চিন্তা করলাম একটি গাড়ী তৈরি করি। আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করে এই গাড়িটি তৈরি করেছি। গাড়ীর ইঞ্জিন থেকে শুরু করে গাড়ীর বডি সবই আমার নিজের হাতে তৈরি করা। সবমিলিয়ে গাড়ীটি তৈরি করতে আমার খরচ হয়েছে দেড় লাখ টাকা। গাড়ীটি পেট্রোল ও গ্যাসে চলে। সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতা পেলে আরো ভালো কিছু করতে পারবেন বলে লিটনের আত্মবিশ্বাস।
তিনি আরও বলেন, আমি আর্জেন্টিনা ও মেসির ভক্ত। ভালোলাগা আর ভালোবাসা থেকেই আমার এ উদ্যোগ। গাড়ীটি রাস্তায় বের করলে মানুষজন ভিড় করেন, ছবি, ভিডিও করেন। এতে নিজের কাছেও ভালো লাগে|