সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা এবার বলিউড নির্মাতার সিরিজে

  • আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৩০ Time View

হলিউডের ‘হ্যারি পটার’ সিনেমার অন্যতম জনপ্রিয় চরিত্র ড্রেকো ম্যালফয়। এ চরিত্রে হলিউড অভিনেতা টম ফেলটন দর্শকদের নজর কেড়েছিলেন।

এবার এ হলিউ তারকা আসছেন বলিউড নির্মার সঙ্গে। বলিউড নির্মাতা হনসেল মেহতা দীর্ঘ প্রতীক্ষিত সিরিজ ‘গান্ধী’। আগেই জানা গেছে, সিরিজে কেন্দ্রীয় চরিত্র মোহন দাস করমচাঁদ গান্ধীর চরিত্রে অভিনয় করবেন প্রতীক গান্ধী।

বৃহস্পতিবার (২ মে) পরিচালক আরও চমকপ্রদ খবর প্রকাশ্যে আনলেন। টম ফ্যালটনের সঙ্গে আরও একাধিক হলিউড তারকাদের নাম প্রকাশ্যে আনলেন হেনসেল।

টমের পাশাপাশি সিরিজটিতে দেখা যাবে লিবি মাই, মলি রাইট, রালফ অ্যাডেনিয়েই, জেমস মারে, লিন্ডন আলেকজান্ডার, জননো ডেভিস, সাইমন লেনন। এ খবর পরিচালক নিজে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। হনসল জানান, ‘আমরা আমাদের শুটিংয়ের কাজ পুরোদমে সারছি। টম ফেলটন, লিবি মাই, মলি রাইট, রালফ অ্যাডেনিয়েই, জেমস মারে, লিন্ডন আলেকজান্ডার, জননো ডেভিস, সাইমন লেননের মতো আন্তর্জাতিক তারকাদের পরিচালনা করতে পেরে রোমাঞ্চিত।’

টম ফেলটনও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, ‘লন্ডনে গান্ধীর প্রথম বছরগুলোর গল্প বলার যাত্রার অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত। এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিক যা আগে পর্দায় বলা হয়নি এবং হানসাল ও প্রতীকের সাথে কাজ করা একটি সম্মান এবং আনন্দের।’

অন্যদিকে অ্যাপলাজ এন্টারটেইনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর সমীর নায়ারও লিখেছেন, ‘আমরা সারাবিশ্ব থেকে একটি ব্যতিক্রমী এনসেম্বল কাস্টকে একত্র করতে পেরে উচ্ছ্বসিত। প্রত্যেকেই এই অসাধারণ গল্পে নিজেদের প্রতিভা তুলে ধরবে। হনসল মেহতার নেতৃত্বে এবং প্রতীক গান্ধী গান্ধীর চরিত্রে দেখা যাবে। আমরা আমাদের ভারতীয় সিরিজকে বিশ্ব মঞ্চে একটি দুর্দান্ত প্রভাবের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর