আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে শরিফুল রাজ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘দেয়ালের দেশ’। গত ২৩ মার্চ প্রকাশ করা হয় এর টিজার। সেই ঝলকে মুগ্ধতা ছড়িয়েছে ছবিটি। টিজার প্রকাশের পর আলোচনা হচ্ছে ছবিটি নিয়ে। এবার উন্মুক্ত করা হয়েছে এই সিনেমার প্রথম গান। ৩০ মার্চ বিকালে গানটি প্রকাশ করেন প্রযোজনা প্রতিষ্ঠান। গানের শিরোনাম ‘বেঁচে যাওয়া ভালোবাসা’।
রোহিত সাধু খাঁনের কথায় গানের সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী। গানটি গেয়েছেন মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি।
এতে উঠে এসেছে ছবির মূল দুই চরিত্রের অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলীর রসায়ন। যেখানে দেখা গেছে কখনো তারা পাবলিক বাসে, কখনো সড়কে, কখনো আবার নদীর ধারে।
সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেয়ালের দেশ’। মিশুক মনি পরিচালিত এতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ।