আগামী ৪ মার্চ ২০২৪ সোমবার সন্ধ্যা ৬টায় City Wok রেস্টুরেন্টে (Av. Columbano Bordalo Pinheiro 70, Lisbon.) বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক, সিটি ব্যাংকের পক্ষ থেকে লিসবনে একটি প্রবাসীদের মিলনমেলা আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মিট দ্যা প্রেসে এমন তথ্য জানিয়েছে সিটি ব্যাংক কমিউনিটি মিলন মেলার কোলাবেরটর রনি হোসাইন।
তিনি বলেন, সিটি ব্যাংক তার নতুন অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট সেবা ইউরোপের বিভিন্ন দেশে শুরু হওয়া সিরিজ বৈশ্বিক রোডশোর মাধ্যমে উপস্থাপন করতে যাচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে, সিটি ব্যাংক পর্তুগালে বসবাসকারী এন.আর.বিদের নিয়ে এই গেট-টুগেদারের আয়োজন করবে।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের এন.আর.বি এবং প্রবাসীদের চাহিদা মেটাতে বিশেষভাবে ডিজাইন করা নতুন, নিরাপদ, অধুনিক, সহজ এবং অধিক মুনাফা সকল অফশোর ব্যাংকিং ফিক্সড প্রোডাক্টগুলি ও তার বিশেষ অফার সম্পর্কে জানা যাবে।
অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট দেশের ফরেন অ্যাকাউন্টের ভারসাম্য বাড়াতে অবদান রাখবে, যা বাংলাদেশের বর্তমান অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিক। প্রবাসীদের মিলন মেলায় উপস্থিত থাকবেন সিটি ব্যাংকের এমডি ও সিইও জনাব মাশরুর আরেফিন এবং প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে সম্মতি জ্ঞাপন করেছেন, পর্তুগালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূত মহামান্য মিস রেজিনা আহমেদ।
অনুষ্ঠানের কর্মসূচিঃ সিটি ব্যাংকের অফশোর ব্যাংকিং প্রোডাক্ট পরিচিতি সিটি ব্যাংকের এমডি ও সিইও-এর বক্তব্য প্রধান অতিথির বক্তব্য আমন্ত্রিত প্রবাসীদের সাথে মতবিনিময় নৈশ ভোজ এবং সর্বশেষ থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানটির সমন্বয় করছেন পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা, যাদের মধ্যে অন্যতম রনি মোহাম্মদ, রাসেল আহম্মেদ, প্রিন্স, এনামুল হক, রনি হোসাইন, ইমতিয়াজ রানা, সাদিয়া ইসলাম, মাসুম আহমেদ, শিপলু আহমেদ,আহমেদ লিটন, নাহিদ ইসলাম, রাফি আদনান, নাঈমুর ইসলাম বিপ্লব, রাকিব হাসান প্রমুখ।