সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

বইমেলায় মীরাক্কেল খ্যাত আবু হেনা রনির ‘রনি বাণী’

  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬ Time View

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মীরাক্কেল খ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনির একটি বই। এর নাম ‘রনি বাণী’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ‘বর্ষা দুপুর’। বইমেলায় এটি স্টুডেন্ট ওয়েজের ২৬ নং প্যাভিলনে পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন সোহানুর রহমান অনন্ত।

বইটি প্রসঙ্গে আবু হেনা রনি বলেন, ‘এটি আমার লেখা সপ্তম বই। বইমেলার শেষ দিকে এটি প্রকাশিত হয়েছে। আমার ভক্তদের কাছ থেকে বইটি প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া পাচ্ছি। শুধু বাংলাদেশ নয়, আমার ভারতের ভক্তরাও বইটি পেতে চাইছেন। আমি অভিভূত এখনো ভারতের ভক্তরা আমাকে মনে রেখেছেন বলে।’

রনি আরও বলেন, “বইটিতে আমাদের দেশের চিরায়ত কিছু বাণী ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। যেমন ধরুন একটি বাণী আছে, ‘যে দেশে গুণীর কদর হয় না, সে দেশে গুণীর জন্ম হয় না’-আমি এই বাণীকে লিখেছি, ‘যে দেশের খুনির কদর হয়, সেদেশে খুনি জন্মায়’। আমি আশা করছি আমার অন্যান্য বইয়ের মতো এবারের বইটিতেও পাঠকরা আনন্দ পাবেন, সেই সঙ্গে কিছু শিখতেও পারবেন।’

এদিকে রনি তার ফেসবুকে বইটি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘বইয়ের প্রচার করবে পাঠক, আমি কেনো? কারণ, আমার বই আমার চেয়ে বেশি কেউ পড়বে না।’তিনি আরও একটি স্ট্যাটাসে লেখেন, ‘ওড়না ও বই, যদিও কোনটাই তার আগের অবস্থানে নেই। তারপরেও সাহস করে লিখে ফেললাম। পড়ার জন্য, উপহারের জন্য বা ঘর সাজানোর জন্য নিয়ে রাখতে পারেন। নয়তো নীলক্ষেত হয়ে ঝালমুড়ির দোকানে চলে যেতে পারে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর