মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০ নভেম্বর ৮০ বছরে পা রেখেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম দেশটির কোনো প্রেসিডেন্ট হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে ৮০ বছর বয়স পূর্ণ করলেন। খবর এএফপির
৮০ বছরে পা রেখে বাইডেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্টের রেকর্ড গড়েছেন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে গতকাল রোববার মধ্য বিকেলে ফার্স্ট লেডি জিল বাইডেন একটি টুইট করেন। টুইটে নিজেদের দুটি ছবি জুড়ে দেন তিনি। ছবিতে উৎসবের পোশাকে দুজনকে নৃত্যরত অবস্থায় দেখা যায়।
টুইটে জিল বাইডেন লিখেছেন, ‘তোমাকে ছাড়া আমি আর কারও সঙ্গে নাচতে চাই না। শুভ জন্মদিন জো! আমি তোমাকে ভালোবাসি।’বাইডেনের জন্মদিনে হোয়াইট হাউস থেকে আসা এটাই ছিল উল্লেখ করার মতো শুভেচ্ছাবার্তা।
পরে জিল বাইডেন আরেকটি টুইট করেন। এই টুইটে তিনি লিখেছেন, ‘অনেক ভালোবাসায় ভরা একটি নিখুঁত জন্মদিন উদ্যাপন এবং জো–র প্রিয় নারকেল কেক!’
এই টুইটে একটি ছবি জুড়ে দিয়েছেন জিল বাইডেন। ছবিতে বাইডেনকে পারিবারিকভাবে জন্মদিন পালন করতে দেখা যায়। তিনি ফুঁ দিয়ে কেকের মধ্যে থাকা মোমবাতি নেভাচ্ছিলেন। সেখানে জিল বাইডেনসহ পরিবারের সদস্যদের দেখা যায়।
তবে হোয়াইট হাউসের গতকালের আনুষ্ঠানিক অনুষ্ঠানসূচিতে বাইডেনের জন্মদিন পালন বিষয়ে কিছু ছিল না।