শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

রাশিয়া-ইউক্রেনকে যুদ্ধবিরতির কথা বললেন ফিফা সভাপতি

  • আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৫৯ Time View

বিশ্বকাপ চলাকালীন রাশিয়া ও ইউক্রেনে একমাসের যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। কারণ হিসেবে ফিফা সভাপতি বলেছেন, খেলাধুলা দেশগুলোকে একত্রিত করে।

ইন্দোনেশিয়ায় ১৯তম জি-২০ শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে আলাপকালে ইনফান্তিনো বলেছিলেন, বিশ্বকাপ সংঘাতের অবসান ঘটাতে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে।

‘মঙ্গলের জন্য ফুটবল একটি শক্তি হিসেবে কাজ করে। আমরা জানি একটি ক্রীড়া সংস্থা হিসেবে আমাদের মূল মনোযোগ খেলাধুলার দিকেই থাকা উচিত। তবে ফুটবল বিশ্বকে একত্রিত করে। বিশেষ করে ফিফা বিশ্বকাপ, যা ৫ বিলিয়ন মানুষ দেখে। বিষয়টি ইতিবাচকতার বড় অস্ত্র কিংবা আশার বার্তা হতে পারে।’

‘আপনারা বিশ্ব নেতা। ইতিহাসের গতিপথকে প্রভাবিত করার ক্ষমতা আপনাদের আছে। ফুটবল এবং ফিফা বিশ্বকাপ আপনাদের এবং বিশ্বকে একতা-শান্তির এক অনন্য প্ল্যাটফর্মে আসার প্রস্তাব দিচ্ছে। তাই আসুন, আমরা সব দ্বন্দ্বের অবসান ঘটাতে এই সুযোগটি গ্রহণ করি।’

‘ফুটবল আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের শিশুদের জন্য একটি বিনিয়োগ। বিশ্বকাপ মানুষকে শান্তি ও আনন্দে একত্রিত করার একটি উপলক্ষ। আমরা যে অস্থির সময়ে বাস করছি, তাতে এমন উপলক্ষ আসলেই প্রয়োজন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর