শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:০৭ অপরাহ্ন

প্রথম ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে নুসরাত ফারিয়ার সিনেমা

  • আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৬৩ Time View

২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ভারতের গোয়ায় বসবে ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার আসর (আইএফএফআই)। এই উৎসবে ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগ’-এ বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘পাতাল ঘর’। এর আগে নুর ইমরান পরিচালিত ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। এখনো বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়নি। ২৪ নভেম্বর এই উৎসবে প্রথম প্রদর্শিত হবে ছবিটি।

খবরটি নিশ্চিত করে ছবির প্রযোজক আবু শাহেদ জানান, পৃথিবীর প্রাচীনতম সিনেমা উৎসব এটি। প্রতিবছর ভারত সরকারের আয়োজনে অনুষ্ঠিত হয়। খুবই সম্মানজনক উৎসব এটি। অত্যন্ত সুসংগঠিত একটি জুরিবোর্ডের মাধ্যমে সিনেমাগুলোপ্রদর্শনীর জন্য নির্বাচিত হতে হয়। সেখানে ছবিটি নির্বাচিত হয়েছে।
আবু শাহেদ বলেন, ‘গত বছর এই উৎসবে “পায়ের তলায় মাটি নাই” ছবিটি মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিল। এ নিয়ে দুই বছর ধরে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের বেশ কয়েকটি সিনেমা সম্মানের সঙ্গে প্রতিনিধিত্ব করছে। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার জন্য বড় অর্জন মনে করছি।’
মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়ে ‘পাতাল ঘর’ ছবির গল্প। ছবিতে মেয়ের চরিত্রটি করেছেন নুসরাত ফারিয়া।

এ ধরনের উৎসবে নুসরাত ফারিয়া অভিনীত প্রথম কোনো সিনেমা বিশ্ব প্রিমিয়ার যাচ্ছে। প্রযোজক, পরিচালকের সঙ্গে এই উৎসবে ফারিয়া নিজেও উপস্থিত হবেন।
আনন্দিত ফারিয়া বলেন, ‘আমার সাত বছরের সিনেমাজীবনে প্রথম কোনো সিনেমা এ ধরনের বড় কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। আর উৎসবটিও খুব সম্মানজনক। সেখানে আমার প্রথম কোনো ছবি প্রতিযোগিতা করবে। এটি আমার জন্য আনন্দের, আমার জন্য বড় অর্জনের। আমি খুশি।’

নুর ইমরান পরিচালিত ছবিতে নুসরাত ফারিয়া ছাড়া আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, সালাউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, আফসানা মিমি, নাজিয়া হক অর্ষা, মামুন-উল-হক, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসির উদ্দিন খান, মৌটুসি বিশ্বাস, আরফান মৃধা, শাদাত রাসেল, হাসনাত রিপন, চন্দনা বিশ্বাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর