সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

  • আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৭ Time View

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় ফিরোজ আলম জাহাঙ্গীর (৫৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১২ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে পেনসিলভেনিয়া রাজ্যের ডেলাওয়্যার কাউন্টির ক্রামলিন সড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় তার পরিবার।

নিহত ফিরোজ আলম জাহাঙ্গীর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের জুলফিকার আলীর ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

জাহাঙ্গীরের ছেলে মুসতাক শাহরিয়ার আহমেদ জিদান জানান, গত দেড় বছর আগে ভ্রমণ ভিসায় আমেরিকায় যান তার বাবা। এর পর থেকে বিভিন্নভাবে কাজের চেষ্টা করেন তিনি। সর্বশেষ সেই দেশে ওয়ার্ক পারমিট পাওয়ার পর উবার চালাতেন তিনি। ঘটনার দিনও মোটরসাইকেল চালিয়ে বাসায় আসার পথে দ্রুতগতির একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শাহরিয়ার বলেন, শুক্রবার গভীর রাতে আমেরিকা থেকে বাবার এক পরিচিত ব্যক্তির মাধ্যমে আমরা দুর্ঘটনার বিষয়টি জানতে পারি। তার বাবার মৃতদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন শাহরিয়ার।

নিহতের চাচাতো ভাই আবদুল করিম পাশা জানান, আমেরিকায় অ্যাসাইলাম কেসের মাধ্যমে ওয়ার্ক পারমিট পাওয়ার পর তিনি উবার ইটসে কাজ করছিলেন। দেশে থাকতে জাহাঙ্গীর কোম্পানীগঞ্জ উপজেলার নুরজাহান আসমত চৌধুরানী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর