শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

অনলাইনে সিয়াম-পূজা অভিনীত ‘শান’, দেখা যাচ্ছে ফ্রিতে

  • আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৬০ Time View

গত ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল চিত্রনায়ক সিয়াম আহমেদের আলোচিত ছবি ‘শান’। পরে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াতেও মুক্তি পায়। সিনেমা হলে ছবিটি দেখার যাদের সুযোগ হয়নি, তাদের জন্য সুখবর! ‘শান’ এবার এলো অনলাইনে।

এম রাহিমের পরিচালনায় অ্যাকশন ধাঁচের ‘শান’ বর্তমানে দেশের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘বায়স্কোপ’ অ্যাপে পাওয়া যাচ্ছে।

১৫ নভেম্বর থেকে সম্পূর্ণ ফ্রিতে মানবপাচার ও কালোবাজার নিয়ে লোমহর্ষক সত্য ঘটনা অবম্বলনে নির্মিত ছবিটি দেখা যাচ্ছে।

নাটকীয়তা, তুমুল মারপিট, থ্রিলার, সাসপেন্সে ঠাসা এমন গল্প নিয়ে নির্মিত ‘শান’ মুক্তির পর প্রেক্ষাগৃহগুলোতে ভালোই সাড়া ফেলেছিল। শুধু তাই নয়, চলতি বছর মুক্তি পাওয়া ছবির গানগুলোর মধ্যে ‘শান’-এর ‘চলো পাখি’ গানটি বেশ জনপ্রিয়তা পায়, যেটি দ্বৈত কণ্ঠে গেয়েছিলেন আরমান মালিক ও পলক মুছাল, প্রসেনের লেখা এ গানের সুর সংগীত করেন আহমেদ হুমায়ূন।

সিয়াম ছাড়াও ‘শান’-এ অভিনয় করেন পূজা চেরী, তাসকিন, মিশা সওদাগর, আরমান পারভেজ মুরাদ, অরুণা বিশ্বাস, চম্পা, নাদের চৌধুরী।

‘শান’-এর গল্প লেখেন পুলিশ সুপার আজাদ খান। প্রযোজনা করেন এম আতিকুর রহমান ও ওয়াহিদুর রহমান। সংলাপ লিখেছেন আজাদ খান ও নাজিমুদ্দীন।

এক ভিডিও বার্তা সিয়াম জানিয়েছেন, শান দেখা যাচ্ছে ‘বায়স্কোপ’-এ। যারা সুপারহিট এই অ্যাকশন ছবিটি মিস করেছেন তারা ফ্রিতে দেখতে পারেন।

প্রথম ছবি ‘শান’ বানিয়ে হইচই ফেলে দিয়েছেন এম রাহিম। তিনি বলেন, সিনেমা হল থেকে দর্শকদের অনেক প্রশংসা পেয়েছি। আমার প্রথম ছবি দর্শকদের এই ভালোবাসা ভাষায় প্রকাশ করার মতো না। ওটিটিতে এখন নতুন দর্শকরা শান দেখতে পারবেন। আশা করছি তাদেরও ভালো লাগবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর