বিশ্বমন্দা মোকাবিলায় সবাইকে উৎপাদনমুখী হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এমনভাবে প্রস্তুতি নিতে হবে যাতে বৈশ্বিক সংকটের ধাক্কা বাংলাদেশে না লাগে।
মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনীতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি বলেন, যেকোনো দুর্যোগে ফায়ার ফাইটাররাই সবার আগে দুঃসময়ের বন্ধু হিসেবে আবির্ভুত হয়। জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ চালায় তারা। দুর্যোগ প্রতিরোধে জনগণকে আরও সচেতন ও প্রশিক্ষণের ব্যবস্থা করারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি, ফাইটারদের নিরাপত্তা, আধুনিক সরঞ্জামযুক্ত করা বর্তমান সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরেন শেখ হাসিনা।
অনুষ্ঠানে ৪ ক্যাটাগরিতে ৪৫ জন ফায়ার কর্মীকে পদক প্রদান করা হয়। ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে ফায়ার সার্ভিস সপ্তাহ।
/এম.এস/