জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করা হচ্ছে। এ ঘটনায় সোমবার (১৪ নভেম্বর) জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।এ বিষয়ে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, ‘আমার নাম ব্যবহার করে একটি ফেসবুক আইডি কে বা কারা খুলে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করছে। এ বিষয়ে জামালপুর সদর থানায় ডায়েরি করেছি।’তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে বলেন, ‘আমার এই একটিই অ্যাকাউন্ট। এর বাইরে আর কোনো সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা নেটওয়ার্কিং সাইট নেই। আমার নামে চালু অন্য সকল সামাজিক যোগাযোগমাধ্যম ভুয়া।’
এসপি নাছির উদ্দিন বলেন, ‘SP Nasir Uddin’ নামে চালু ভুয়া ফেসবুক আইডির পোস্ট দেখে কেউ বিভ্রান্ত হবেন না। কাউকে যদি কোনো প্রকার মেসেজ দেয়া হয়, তাহলে রেসপন্স না করার অনুরোধ করা হলো।’