শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

আল্লাহর সহযোগিতায় বিশ্বকাপ জেতা সম্ভব: বাবর আজম

  • আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৮৬ Time View

আল্লাহর সহযোগিতা আর আমাদের চেষ্টায় বিশ্বকাপ জেতা সম্ভব বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষের শুরু হতে বাকি নেই আর ২৪ ঘণ্টাও। গ্রুপ পর্বে ধুঁকতে থাকা দলটি সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে অবশেষে ফাইনাল নিশ্চিত করে।

রোববার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টায় টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের শিরোপার জন্য লড়াইয়ে নামবে পাকিস্তান-ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রায় লাখ খানেক দর্শক চাইলেই শিরোপা যুদ্ধ উপভোগ করতে পারবেন।

এদিকে সেমিফাইনালে ভারতকে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল জস বাটলারের ইংল্যান্ড। অ্যাডিলেইডের সেমিফাইনালে রোহিত শর্মাদের ১০ উইকেটে হারিয়েছে ইংলিশরা।

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির আগে পাকিস্তানের কোচ সাকলায়েন মুস্তাক পাকিস্তানের ভাগ্য নিয়ে বলেছিলেন ‘কুদরত কী নিজাম’ (প্রকৃতির খেয়াল)।

তার বলা ওই কথা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। পাকিস্তানের হারতে হারতেও বারবার ফিরে আসায় মূলত এখন আলোচনায় কথাটি।

এ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালের আগে সংবাদ সম্মেলন করেছেন বাবর আজম। তিনিও বলেছেন, আল্লাহর ইচ্ছেতেই তারা ফাইনালে।

বাবর বলেন, ‘আমরা আল্লাহতে বিশ্বাস করি। যা কিছু ঘটে, আল্লাহর ইচ্ছেতেই। তিনি আমাদের সুযোগ দেন, আমাদের সেটা কাজে লাগাতে হয়। আমরা শুধু চেষ্টা করতে পারি। আমরা চেষ্টা করি নিজেদের সেরাটা দেওয়ার।

ফলাফল আল্লাহর হাতে। আল্লাহ দেওয়া সুযোগটা আমরা লুফে নিয়েছি। ভালো ক্রিকেট খেলে সুযোগ যথাযথ কাজে লাগিয়েছি। আল্লাহ কাছে আমরা কৃতজ্ঞ। তার দয়ায় আমরা ফাইনালে উঠেছি এবং আশা করছি তিনিই আমাদের ফাইনালে জেতাবেন।                                                                                                                                                               ’টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর