মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

হঠাৎ কলকাতায় সালমান খান

  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৯ Time View

হঠাৎ কলকাতার মাটিতে পা রেখেছেন বলিউড মেগাস্টার সালমান খান। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে কলকাতায় ছুটে আসেন বলিউড তারকা।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে আজ বিকেলে। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে জমকালো আয়োজনের উদ্বোধনীতে অংশ নিতে সকাল ৭টা ১৫ মিনিটে কলকাতায় এসে পৌঁছান সালমান।

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সালমানের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। শুধু তাই নয়, সালমানের পাশাপাশি এবারের চলচ্চিত্র উৎসবে অনিল কাপুর, কমল হাসান, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাটসহ আরও বলিউড তারকারাও অংশ নেবেন।
 
বলিউড তারকাদের আতিথেয়তার জন্য দায়িত্বে রয়েছেন টালিউড নায়ক প্রসেনজিৎ। উৎসবে চমক হিসেবে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা ‘এই পৃথিবী একটাই দেশ’ শিরোনামের গান। আর এ গানে নৃত্য পরিবেশন করবেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী।
 
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, জনপ্রিয় এ তারকাদের নিরাপত্তা দিতে এই মুহূর্তে কড়া নিরাপত্তার জালে মোড়ানো উৎসবের মূল ভেন্যু নেতাজি ইনডোর স্টেডিয়াম।  
 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর