মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

৫ রেকর্ড ভেঙে বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘অ্যানিমেল’

  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭ Time View

মুক্তির প্রথম দিনেই সব রেকর্ড ভেঙেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ড্রিম প্রজেক্ট ‘অ্যানিমেল’ সিনেমাটি। প্রথম দিনের বক্স অফিস কালেকশনে তালিকার এখন সবার উপরে অবস্থান করছে ‘অ্যানিমেল’।অন্যদিকে শুধু প্রথম দিনেই ভারত থেকে এই সিনেমাটি আয় করেছে ৬১ কোটি ভারতীয় রুপি। শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’ এবং সানি দেওলের ‘গদর’ এবং সালমান খানের ‘টাইগার ৩’ কে ছাপিয়ে গেছে সিনেমাটি।

চলুন জেনে নিই কোন কোন রেকর্ড ভেঙে অনন্য হয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমাটি-
 
রণবীর কাপুর ২০০৮ সালে বক্সঅফিস হিট ‘এ জওয়ানি হ্যায় দিওয়ানি’, রকস্টার’ এর পর ‘অ্যানিমেল’ সিনেমাটি দিয়েই প্রথম দিনেই ৬১ কোটি টাকা আয় করেছে। এর আগে ‘ব্রহ্মাস্ত্র’র সিনেমা প্রথম দিন ৩৭ কোটির ব্যবসা করেছিল। তবে সেটি ছাড়িয়ে ‘অ্যানিমেল’ এখন টপে। একেই যেন বলে নিজের রেকর্ড নিজে ভাঙা।
 
ভারতে ‘পাঠান’, ‘জওয়ান’, ‘টাইগার ৩’ এর পরে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সবচেয়ে বেশি ব্যবসা করেছে। এর আগে ‘পাঠান’র প্রথম দিনের আয় ছিল ৫৭ কোটি রুপি। তারপর ছিল ‘কেজিএফ ২’। যার আয় প্রায় ৫৪ কোটি রুপি। তৃতীয় স্থানে ছিল ‘ওয়ার’ ৫৩ কোটি রুপি, চতুর্থ ‘টাইগার ৩’। যার আয় ছিল সাড়ে ৪৪ কোটি রুপি। সবকিছুকে ছাপিয়ে শুধু হিন্দি ভাষা থেকে অ্যানিমেল আয় করেছে সাড়ে ৫০ কোটি রুপি আর তেলুগু ইন্ডাস্ট্রি থেকে আয় ১০ কোটি রুপির কিছু বেশি।
 
তিন ঘণ্টা ৩৫ মিনিটের একটি ছবি, আর এ ছবি ঘিরেই এখন চারদিক উত্তাল। অনেকেই বলছেন, ২০২৩-এর সবথেকে ভাল ছবিটি বানিয়ে ফেলেছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এ সিনেমায় একাধিক অন্তরঙ্গ দৃশ্য আছে, দুজনেই নগ্ন হয়েছেন অনেকগুলো দৃশ্যে। ছবিটিকে ‘এ’ বা অ্যাডাল্ট তকমা দিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। ছবিটির হল মুক্তির আগে অন্তত পাঁচটি জিনিস পরিবর্তন করার কথা বলেছিল সেন্সর বোর্ড। তার মধ্যে একটি হল, ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যের ব্যবহার কমাতে হবে। শুধু নগ্ন দৃশ্যই নয়, ছবিতে রাশমিকা ও রণবীরের যে পরিমাণ অন্তরঙ্গ মুহূর্ত রয়েছে, ভারতীয় ছবির ক্ষেত্রে তা বিরল।
 
সন্দীপ রেড্ডি ভাঙ্গা ‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’-এর মতো হিট সিনেমাগুলো তৈরি করেছিলেন। তবে ‘অ্যানিমেল’ এর মতো বাম্পার ওপেনিং আগে কখনো করেননি এ পরিচালক। এ সিনেমাতেই রণবীর-সন্দীপ প্রথমবার জুটি বেঁধে কাজ করেছেন।
 
কোনো ছুটির দিনে মুক্তি না হওয়া সত্ত্বেও রণবীরের ‘অ্যানিমেল’ সিনেমাটি দেখার জন্য হলগুলোতে উপচে পড়া ভিড় ছিল।
 সিনেমায় রণবীর ও রাশমিকা দম্পতি হিসেবে অভিনয় করেছেন। অনিল কাপুর রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন এবং ববি দেওলকে মুভিতে প্রধান খলনায়ক হিসেবে দেখা গেছে। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম– এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
 
সিনেমার দৈর্ঘ্য নিয়ে রণবীর কাপুর বলেন, ‘অ্যানিমেল-এর গল্পটি দর্শকদের কাছে পৌঁছানোর জন্য এই পরিমাণ সময় প্রয়োজন। আমরা ৩ ঘণ্টা ৪৯ মিনিটের প্রথম কাটটি দেখেছি এবং আমরা আনন্দ পেয়েছি। দৈর্ঘ্য দেখে আতঙ্কিত হবেন না, শুধু সেরা সিনেমার অভিজ্ঞতা নিন।’
 
২০০ কোটি রুপি বাজেটের ‘অ্যানিমেল’ এ রণবীর ও অনিল কাপুরের মধ্যকার জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে। আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর