জমজমাটভাবেই মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। অভিনেত্রী রাশমিকা মান্দানাও তুখোড় অভিনয়ে আবার লাইম লাইটে জায়গা করে নিল। তারই প্রমান মিলল সিনেমাটির বাজারদরে।সন্দীপ রেড্ডি পরিচালিত ছবি ‘অ্যানিমেল’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে ১ ডিসেম্বর। সিনেমাটির গল্প বাবা-ছেলের সম্পর্ক নিয়ে। প্রায় দু’বছর ধরে চলেছে এই ছবির শুটিং।
প্রথম দিনের বক্স অফিস কাঁপিয়ে আর সকলকে ছাপিয়ে প্রথমেই চলে এলো ‘অ্যানিমেল’। প্রথম দিনে শুধু ভারতের বাজার থেকেই এই ছবি আয় করেছে ৬১ কোটি রুপি।
বক্স অফিস রিপোর্ট থেকে জানা যায়, শুধু হিন্দি ভাষা থেকে এই ছবি আয় করেছে সাড়ে ৫০ কোটি রুপি। তেলেগু থেকে আয় করেছে ১০ কোটি টাকার কিছু বেশি।
এর আগে অন্য কোনও ছবি এমন ‘ওপেনিং ডে’ পায়নি। এর আগে ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ছিল ৫৭ কোটি রুপি। তার পর ছিল ‘কেজিএফ ২’ ৫৩.৯৫ কোটি রুপি। তৃতীয় স্থানে ছিল ‘ওয়ার’ ৫৩.৩৫ কোটি রুপি, চতুর্থ ‘টাইগার ৩’ যার আয় ছিল ৪৪.৫০ কোটি রুপি।
ভারত ছাড়াও বিশ্বের একাধিক দেশে মুক্তি পেয়েছে এই ছবি। বিশ্বব্যাপী ছবির আয় প্রায় ১১৬ কোটি রুপি। ‘অ্যানিমেল’ প্রথম ভারতীয় ছবি যা উত্তর আমেরিকায় প্রথম দিনে প্রায় ১ মিলিয়ন ডলার ব্যবসা করেছে।