মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

বয়স ৮০ পর্যন্ত অভিনয় চালিয়ে যাবেন রানী মুখার্জি

  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩৪ Time View

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। গত কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন এই বঙ্গ তনয়া। এতো বছর পরে এসেও রানীর জন্য দর্শকদের ভালোবাসা এতোটুকু কমেনি।

সম্প্রতি এ অভিনেত্রী ৫৪তম ‘ভারত-আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ (আইএফএফআই)-তে ডেলিভারিং কম্পেলিং পারফরম্যান্সের একটি মাস্টারক্লাস চলাকালে হাজির হয়েছিলেন। আর সেখানে বলিউডের প্রচলিত বয়স বিতর্ক নিয়ে কথা বলেন রানী।

 তিনি বলেন,আমি মনে করি না একজন অভিনেতাকে বয়স দিয়ে বিচার করা উচিত। এটি শুধু এ কারণে যে দর্শক বেশিরভাগ ক্ষেত্রে তরুণদের পর্দায় দেখতে চান। তবে, আপনাদের এ ভ্রান্ত জগতে না থাকা এবং এটা বিশ্বাস করাও গুরুত্বপূর্ণ যে আপনি সর্বদাই তরুণ। আপনি মনের দিক থেকে তরুণ হতে পারেন কিন্তু আপনার বয়সকে মেনে নেয়া এবং আপনার বয়সের সঙ্গে মানানসই ভূমিকা গ্রহণ করাও গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে রানী বলেন, যেভাবে আমার দর্শকরা আমাকে পছন্দ করেছে এবং আমাকে গ্রহণ করেছে, সেভাবেই কাজ করেছি। দর্শকই আসলে আমাকে বয়সে বাধা ভাঙতে সাহায্য করেছে। আর আমি আমার দর্শকদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমি নিশ্চিতভাবে ৮০ বছর বয়স পর্যন্ত কাজ করে যাব। আমি শিগগিরই আমার তোয়ালে ঝুলিয়ে দিচ্ছি না (আমি দ্রুত অবসর নিচ্ছি না)।
 
৪৫ বছর বয়সী রানীকে সবশেষ ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাতে দেখা গেছে।

দীর্ঘ ২৭ বছর ধরে বলিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন অভিনেত্রী। বিভিন্ন চরিত্রে অভিনয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর