মাহবুবুল কারীম সুয়েদ লুটন থেকে: ২০১৫ সালে যুক্তরাজ্যের লুটন শহরে প্রতিষ্টিত বৃটিশ বাংলাদেশী টেক্সি ড্রাইভারদের সংগঠন বিবিটিএ এর নবগঠিত ওয়ার্কিং কমিটি ২০২৩/২৫র পরিচিতি সভা লুটনের স্থানীয় একটি হলে অনুষ্টিত হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি এনামুর রহমানের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারন সম্পাদক সালা উদ্দিন আহমদ সালেকের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ গ্রহন করেন।
নব নির্বাচিত ট্রেজারার এম শহিদুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় বিগত বছরগুলোতে বিবিটিএর সাংগঠনিক বিভিন্ন বিষয় কমিউনিটির সামনে বিশদভাবে তুলে ধরেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নুনু আহমেদ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মইন উদ্দিন আহমেদ, নাজমুল ইসলাম চৌঃ, হান্নান চৌঃ , আজিজুল আম্বিয়া, কমিউনিটি নেতা খুররম চৌধুরী, মাষ্টার আশরাফ উদ্দিন, সৈয়দ দেলোয়ার, সংগঠনের সহসভাপতি জুবায়ের আহমদ, মনসুর আহমেদ , সহ সাধারন সম্পাদক মোহঃ কামরুজ্জামান খান ও নুরুল ইসলাম খান, সহ কোষাধক্ষ্য ওয়াহিদুর রহমান নাভিদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফুল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক বদরুল করিম মাকসুদ, কালচারাল সম্পাদক আব্দুল আহাদ সায়েম, সহ সম্পাদক সুহেল আহমেদ, প্রেস সেক্রেটারি আব্দুল হানিফ ও সহ প্রেস সেক্রেটারি মোঃ মাহবুব আলম।
তাছাড়া নবগঠিত কার্য্যকরী কমিটির সদস্য আবুল কাসেম, মোঃ ছালিম, কয়েস লিটন, রাজেক খান রাজু, সিয়াম সাইদ, আবুল কাসেম, সাব্বির আহমেদ, বেলাল আহমেদ, মন্জুর আহমেদ, লুৎফুর রহমান নিপু, প্রমুখ উপস্থিত ছিলেন।সভা শেষে উপস্থিত সবাইকে নিয়ে দোয়া পরিচালনা করেন উপদেষ্টা মইন উদ্দিন আহমেদ।