মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

বিয়ের পরদিনই হাসপাতালে ভর্তি পরমব্রতের স্ত্রী পিয়া

  • আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৩২ Time View

টালিউডের নতুন জুটি পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। গতকাল সোমবার (২৭ নভেম্বর) বিয়ে করেছেন মাত্র। আর বিয়ের একদিন পরেই হাসপাতালে ভর্তি হতে হলো অভিনেতার স্ত্রী পিয়াকে।

হিন্দুন্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই অসুস্থ ছিলেন পিয়া। কিডনিতে পাথর হয়েছে তার। আর এই অসুস্থতা নিয়েই বিয়ের অনুষ্ঠান শেষ করেছেন পিয়া।

 ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে পিয়ার অপারেশন।
 জানা যায়, অনেকদিন ধরেই কিডনিতে পাথর সমস্যায় ভুগছিলেন পিয়া। তবে নতুন জীবনের শুরুতে আর কোনো বাধা চান না এ দম্পতি। সে কারণেই পথের এই পাথরটিকে সরিয়ে ফেলতে চাইছেন তারা। আর এ কঠিন সময়ে পিয়ার পাশে আছেন স্বামী পরমব্রত।
 
প্রসঙ্গত সব জল্পনা সত্যি করে বিয়ে করেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও জনপ্রিয় কণ্ঠশিল্পী অনুপম রায়ের সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তী। সোমবার দুপুরে দুই পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ করেন এ দম্পতি। বিয়ের অনুষ্ঠান হয় পরমব্রতের যোধপুর পার্কের বাড়িতে।
 
এর আগে সোমবার ভোরে প্রকাশ্যে আসে এই জুটির বিয়ের খবর। এর পরেই রীতিমতো হইচই পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় চলে পোস্টের বন্যা।
 ২০২১ সালে দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টানেন অনুপম রায় ও পিয়া চক্রবর্তী। সে সময় শোনা গিয়েছিল যে তাদের বিয়ে ভাঙার নেপথ্যে পরমব্রত ও পিয়ার ‘বিশেষ’ বন্ধুত্ব। তবে সে কথা উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা। সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি ও পিয়া শুধুই বন্ধু। যদিও তাদের মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যেত।
  
আরও জানা যায়, সংগীতশিল্পী অনুপমের সঙ্গে পিয়ার বিচ্ছেদের এক বছর আগে থেকেই পরমব্রতকে মন দিয়েছেন মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী পিয়া। এর আগে একবার খবর বের হয় তারা মুম্বাই গিয়ে নাকি বিয়ে সেরে ফেলেছেন। চারদিকে এ খবর ছড়িয়ে পড়লে পরমব্রত হাসির ছলে সেই গুজব উড়িয়ে দিয়েছিলেন।
 
অন্যদিকে পিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের আগে বিদেশিনি ইকার সঙ্গে দীর্ঘদিন লিভইন সম্পর্কে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু কোভিড পরিস্থিতিতেই ভেঙে যায় সেই সম্পর্ক। এরপরই অনুপম রায়ের সাবেক স্ত্রী পিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। অনুপম রায়ের সঙ্গে পিয়া চক্রবর্তীর বিবাহবিচ্ছেদের সময় উঠে এসেছিল পরমব্রত চট্টোপাধ্যায়েরই নাম। যদিও এই প্রসঙ্গে তিনজনই একেবারে চুপ ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর