কুমিল্লা রিজিয়নের মিরপুর হাইওয়ে ফাঁড়ি পুলিশ গাঁজাসহ জান্নাতুল ফেরদৌস (২০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় তার কাছ থেকে ৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে গোপন সংবাদের মাধ্যমে একটি সিএনজি`র ভিতরে যাত্রীবেশে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।
তার পিতা মৃত সোহেল সাং সাহেবাবাদ (বলদা দঃ পাড়া) থানা-ব্রাহ্মনপাড়া, জেলা-কুমিল্লা।
তার দেহ তল্লাশি করে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মোতাবেক জব্দ করা হয়।
এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম পিপিএম বলেন, গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।