রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল: প্রথম বাংলাদেশী হিসেবে পর্তুগালের হ্মমতাশীন দল ,পর্তুগিজ যুব সোসালিষ্ট পার্টির ইউথ এসেম্বলিতে লিসবন সিটির ইমিগ্রেশন সেক্রেটারি নির্বাচিত হলেন বাংলাদেশের সাজিন আহম্মেদ কৌশিক।
সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া সংগঠনের পলিটিক্যাল কাউন্সিলে কৌশিকের প্যানেল জয়লাভ করে এবং তিনি এক্সিকিউটিভ বডির মেম্বার নির্বাচিত হন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সকল এক্সিকিউটিভ বডির মেম্বার্সদের ভোটে ইউথ এসেম্বলিতে ইমিগ্রেশন সেক্রেটারি নির্বাচিত হন তিনি।
পর্তুগালের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোন বাংলাদেশী যুবক পর্তুগিজ যুব সোসালিষ্ট পার্টির এক্সিকিউটিভ বডির মেম্বার নির্বাচিত হন। ২৪ নভেম্বর রাতে লিসবনের সোসোসালিষ্ট পার্টির অফিসে হয়ে যাওয়া পলিটিক্যাল কাউন্সিলে দলটির লিসবন মহানগর শাখার সভাপতি জোয়াও পেরেইরা এই ঘোষনা দেন।
এসময় জোয়াও পেরেইরা বলেন, ইমিগ্রেন্টরা সবার মত সমান অধিকার পাওয়ার দাবিদার। সাজিন অসাধারণ একজন ব্যক্তিত্য এবং এই কাজকে সেই এগিয়ে নিবে। এসময় আরো উপস্থিত ছিলেন নগরের সাবেক সভাপতি দোয়ার্ত মার্সাল এবং দলটির প্রায় শতাধিক নেতাকর্মী ও সদস্য।
এসময় সাজিন আহম্মেদ বলেন সবাই একসাথে থাকলে তিনি ইমিগ্রেশন বিষয়ক সহ নানান সমস্যার সমাধানে কাজ করতে পারবেন, পি এস একটি ইমিগ্রেন্টবান্ধব সরকার তার স্বপ্ন হচ্ছে ইমিগ্রেন্ট এবং পর্তুগীজদের মাঝে একটি ব্রিজ হয়ে ইমিগ্রেন্টদের ভবিষ্যৎ সহজতর করা এবং পারস্পারিক সম্পর্কের উন্নয়ন সাধন করা। পর্তুগালের মুলধারার রাজনিতিতে বাংলাদেশী অভিবাসীদের অংশগ্রহন করা উচিৎ বলে মনে করেন তিনি। সর্বোপরি তিনি সকলকে ধন্যবাদ জানান তাকে সাদরে গ্রহন করার জন্য।