মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

নোবেলের নতুন বিয়ে নিয়ে প্রাক্তন স্ত্রী যা বললেন

  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৮ Time View

চতুর্থবারের মতো বিয়ে সেরেছেন সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। তবে সম্প্রতি এ বিয়ে নিয়ে নতুন তথ্য দিয়ে বোমা ফাটিয়েছেন নোবেলের সর্বশেষ প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ।রোববার (১৯ নভেম্বর) ফারজানা আরশিকে বিয়ে করেছেন বলে জানান নোবেল। গায়কের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তার বিয়ের খবর ছড়িয়ে পড়লে মিডিয়ায় আবারও আলোচনায় আসেন এ গায়ক।

তবে নোবেলের এ বিয়ে নিয়ে প্রাক্তন স্ত্রী সালসাবিল বলছেন ভিন্ন কথা। সংবাদমাধ্যমে সালসাবিল জানান, নোবেলের সঙ্গে এখনও সালসাবিলের ডিভোর্স হয়নি। প্রাক্তন স্ত্রী সালসাবিল নোবেলকে ডিভোর্স লেটার পাঠানোর পর ডিবি কার্যালয়ে নোবেলকে ডাকা হয়।
 
ওই সময় ডিবি কার্যালয়ে নোবেল জানায়, তিনি কখনও নেশা করবেন না। এমনকি অন্য মেয়ের সঙ্গেও সম্পর্কে জড়াবেন না। কিন্তু বর্তমান পরিস্থিতি পুরোই ভিন্ন দেখে সালসাবিল জানিয়েছেন, যেহেতু তার সঙ্গে এখনও ডিভোর্স হয়নি তাই আরশিকে বিয়ে করতে পারেননা নোবেল।
 
সালসাবিল আরও জানান,  ফুড ব্লগার নাদিম আহমেদের সঙ্গে বিবাহিত আরশি খুলনা থেকে ঢাকায় এসে নোবেলের বাড়িতে উঠেছেন। এখন সেখানেই থাকেন। একসঙ্গে নেশাও করেন তারা।
 
নোবেল প্রসঙ্গে সালসাবিল বলেন, ওর নোংরামি কমেনি। ওর সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই না। এটা থেকে একেবারে বেরিয়ে আসতে চাই।
  
কয়েক মাস আগে সালসাবিল নোবেলকে  ডিভোর্স লেটার পাঠিয়েছিলেন। ওই সময় মিডিয়ায় সালসাবিল নোবেলকে ডিভোর্সের কারণ জানান, নোবেল মানসিকভাবে অসুস্থ এবং অতিমাত্রায় মাদকাসক্ত। তার সঙ্গে সংসার করা সম্ভব নয়।
 
উল্লেখ্য, ২০১৯ সালে ভারতের জি বাংলার সংগীত রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে দুই বাংলাতেই জনপ্রিয় হয়ে ওঠেন কণ্ঠশিল্পী নোবেল। এরপরই কখনও গান দিয়ে আবার কখনও বা ব্যক্তিগত জীবন দিয়ে প্রায়ই মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর