ইরানের সাথে চার হাজার কোটি ডলারের জ্বালানি চুক্তি করছে রাশিয়া। আগামী ডিসেম্বর মাসে রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম ও ইরানের মধ্যে এই চুক্তি সই হবে বলে আশা তেহরানের। এ তথ্য জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাহদি সাফারি।
তিনি বলেন, ‘গ্যাজপ্রমের সাথে আমরা চুক্তির কাছাকাছি রয়েছি। আশা করছি, তা আগামী মাসে সাক্ষর হবে। এর আগে এ কোম্পানির সঙ্গে তেহরান সাড়ে ৬০০ কোটি ডলারের চুক্তি সই করেছে বলে জানান তিনি|
এর আগে জুলাই মাসে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি ও গ্যাজপ্রম দুটি গ্যাস ডিপোজিট এবং ৬টি তেলক্ষেত্র উন্নয়নে একে অপরকে সহযোগিতা করতে রাজি হয়। চুক্তির আওতায় দুই দেশের মধ্যে গ্যাস ও তেলজাতীয় পণ্যের অদলবদল, এলএনজি প্রকল্প বাস্তবায়ন এবং গ্যাস পাইপলাইন নির্মাণের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
গত অক্টোবরে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছিলেন, চলতি বছরের শেষ দিকে ইরান ও রাশিয়া ৫০ লাখ টন তেল এবং এক হাজার কোটি ঘনমিটার গ্যাসের বিষয়ে চুক্তি করতে পারে।
এদিকে রাশিয়াকে অস্ত্র দেয়ার কথা অস্বীকার করেছে উত্তর কোরিয়া। এছাড়া রাশিয়ার সাথে যোগাযোগ অব্যাহত আছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের স্বার্থেই ক্রেমলিনের সাথে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান।