এ সময় আব্দুল মোমেন জানান, দেশে খনিজ ও জ্বালানি সম্পদের সংকট রয়েছে। এ সংকট সারাবিশ্বে বিদ্যমান। বিশ্বজুড়ে বর্তমানে গ্যাসেরও সংকট চলছে। বাংলাদেশেও গ্যাস সংকট আছে।চলমান গ্যাস সংকট মোকাবেলায় চীন বাংলাদেশকে গ্যাস দেয়ার আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।