শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

ভুটানের বিরুদ্ধে সুরভির ডাবল হ্যাটট্রিক

  • আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৬৩ Time View

আগের ম্যাচে ভুটানের জালে আট গোল দিয়ে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছিল বাংলাদেশ মেয়েরা। এবার একই দলের বিপক্ষে ৯-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেল গোলাম রব্বানী ছোটনের দল। ডাবল হ্যাটট্রিকে ৬ গোল করেছেন সুরভি আকন্দ প্রীতি। ভুটানের বিপক্ষে আগের খেলায় বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেন সুরভি।

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে এখন বাংলাদেশ। তিন ম্যাচে দুই জয়ে তাদের পয়েন্ট ৬। নেপাল দুই ম্যাচে দুটিতে জিতে ৬ পয়েন্টে থাকলেও গোল ব্যবধানের বিচারে তারা দুইয়ে আছে। সবার নিচে থাকা ভুটান তিন খেলার সবকটিতে হেরেছে।

সোমবার বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল সাড়ে ৪টায় শুরু হওয়া ম্যাচে একের পর এক আক্রমণ করেছে বাঘিনীরা। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকে লাল-সবুজের দল।

৮ মিনিটে ম্যাচে প্রথম গোলের সুযোগ পেয়েছিল ভুটান। পাল্টা আক্রমণ থেকে প্রিয়া ঘাল্লি বল নিয়ে ডি বক্সে ঢুকে যান। গোলরক্ষক সঙ্গীতা রানি দাস এগিয়ে বল ধরতে আসলে পোস্ট ফাঁকা হয়ে পড়ে। তবুও বল জালে জড়াতে পারেননি প্রিয়া।

১৫ মিনিটে ভুটানি গোলরক্ষক বল ধরতে গিয়ে এগিয়ে আসলে পোস্ট ফাঁকা হলে সুযোগ কাজে লাগাতে মোটেও ভুল করেননি সুরভি। লিড পায় বাংলাদেশ। নয় মিনিট পর ডি বক্সের সামান্য বাইরে থেকে নেয়া শটে সুরভি আবারও গোল করেন।

২৫ মিনিটের মাথায় ব্যবধান আরও বাড়তে পারতো। টানা তিনবার জটলার ভেতর চেষ্টা করলেও লক্ষ্যভেদ করতে পারেননি থুইনুই মারমা। খেলার ৩২ মিনিটে বল বিপদমুক্ত করতে পারেননি কিনলে দেমা। সুরভি বল জালে জড়ালে পেয়ে যান হ্যাটট্রিক।

৪০ মিনিটে সুরভির নেয়া শট বারে লেগে ফেরায় তখন পাননি এক হালি গোলের দেখা। তবে অতিরিক্ত সময়ের এক মিনিটে নুসরাত জাহান মিতুর পাসে নিশানাভেদ করে ঠিকই হালি পূরণ করেন।

বিরতির পর ৪৬ মিনিটে পূজা দাসের পাসে সুরভির তার পাঁচ নম্বর গোল করে ফেলেন। ৫৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের দূরপাল্লার দুরন্ত শটে গোল করেন নুসরাত জাহান মিতু।

তিন মিনিট পর সুরভির নেয়া দারুণ শট এয়ারে সুইং করলেও তা প্রতিহত করেন প্রতিপক্ষের গোলরক্ষক সোনাম চোডেন। ৬৬ মিনিটে ডান প্রান্ত থেকে লং রেঞ্জের শটে জিরো অ্যাঙ্গেল শটে চোখ ধাঁধানো গোল করেন বদলি ফুটবলার আয়েশা আক্তার।

৭১ মিনিটে জয়নব বিবির সেট পিস থেকে নেয়া শট পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়তে পারত। ম্যাচের ৮০ মিনিটে প্রতিমা মুন্দার হেড বারে লেগে ফিরলে জটলা থেকে লক্ষ্যভেদ করেন সুরভি। দুই মিনিট পর গোল মিছিলে শামিল হন থুনিয়ে মারমা।

৮৬ মিনিটে ভুটানের গোলরক্ষক বল ধরেও তার হাত থেকে সেটি তার ভুলে ফসকে যায়। সেটির সুযোগ কাজে লাগিয়ে সুরভি আবার বল জালে জড়ান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর