মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

হাসপাতালে নায়ক আরিফিন শুভ

  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৩১ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। এর প্রচারের কাজে তিনি কয়েকমাস ধরে টানা ব্যস্ততায় দিন কাটান।

জানা গেছে, আরিফিন শুভ হাসপাতালে ভর্তি হয়েছেন। ছোট একটি অপারেশনও করতে হবে।এ বিষয়ে আরিফিন শুভ গণমাধ্যমকে বলেন, ‘বছর খানেক ধরে পলিপ সমস্যায় ভুগছিলাম। গত কয়েক মাসে সেটা জটিল হয়েছে। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যায় জীবন কাবু হলেও ‘মুজিব’ সিনেমা নিয়ে ব্যস্ততায় সেভাবে চিকিৎসার সুযোগ হয়ে ওঠেনি। পরিস্থিতি এখন এতটাই কঠিন হয়েছে যে, আজ (১৭ অক্টোবর) বিকেলেই একটা মাইনর অপারেশন করাতে হচ্ছে।’

নায়ক আরিফিন শুভ আরও বলেন, সুস্থ হয়ে পুনরায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রচারণায় যোগ দেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর