ডেস্ক রিপোর্টঃ সাবেক প্রতিমন্ত্রী ও জনদূত পত্রিকার সম্পাদক এবাদুর রহমান চৌধুরী ও ইউকে বাংলা প্রেসক্লাব সভাপতি রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়েবের মাতা মোছাম্মাৎ আম্বিয়া খানম চৌধুরীর মৃত্যুতে ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আজ রাতে পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
প্রেস ক্লাব সভাপতি রেজা আহমদ ফয়সল চৌধুরী সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলা পোষ্ট সম্পাদক ব্যার্রিষ্টার তারেক চৌধুরী ,সংগঠণের প্রধান উপদেষ্টা কে এম আবুতাহের চৌধুরী ,সিনিয়র সহ সভাপতি মুনজের আহমদ চৌধুরী ,ট্রেজারার মাহবুবুল করিম সুয়েদ ,সহ সভাপতি আব্দুর রশীদ ,যুগ্ম সম্পাদক আনাম আল মাহফুজ ,প্রচার সম্পাদক আমিনুর চৌধুরী ,হাজী ফারুক মিয়া ও বিভিন্ন কমিউনিটি নেতৃবন্দ ।
সভায় পবিত্র কুরআন থেকে তেলাওত করেন মাওলানা আব্দুল কুদ্দুছ ও দোয়া পরিচালনা করেন -ব্রিকলেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম ।
সভায় বক্তারা বলেন -এডভোকেট এবাদুর রহমান চৌধুরী প্রতিমন্ত্রী ও এমপি থাকা অবস্থায় বড়লেখা এলাকায় ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান করেছেন ।রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন সাধন করেছিলেন ।একজন আইনজীবি ও লেখক হিসাবে সফলতার স্বাক্ষর রাখেন ।সমাজ ,দেশ ও জাতির জন্য তিনি যা করে গেছেন তা তাঁকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখবে ।
বক্তারা আরো বলেন – মরহুমা আম্বিয়া খানম চৌধুরী একজন রত্ন গর্ভা মা ছিলেন ।তিনি ছেলে মেয়েদের সুশিক্ষা দিয়ে সুপ্রতিষ্ঠিত করেছেন ।তিনি অত্যন্ত পরহেজগার ও অমায়িক মহিলা ছিলেন ।
মাওলানা নজরুল ইসলাম বলেন -এ ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে সবাই একদিন আল্লাহর কাছে ফিরে যাব ।তাই আমাদের আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলতে হবে ,নবী পাক (সা) এর সুন্নত অনুসরন করতে হবে ও মা বাবার খেদমত করতে হবে ।