মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:১২ অপরাহ্ন

অ্যাটলি নিশ্চিত করলেন ‘জওয়ান ২’ আসছে

  • আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬ Time View

বিশ্বব্যাপী ‘জওয়ান’ সিনেমার অপ্রতিরোধ্য সাফল্যের পর এবার সিক্যুয়েল তৈরি নিয়ে আলোচনা চলছে। ‘জওয়ার’ সিনেমাটি ১০ দিনে আয় করেছে প্রায় ৮০০ কোটি রুপি।

এদিকে ‘জওয়ান’ সিনেমার পরিচালক অ্যাটলি নিশ্চিত করেছেন, তিনি ছবিটির সিক্যুয়েল বানাবেন। তিনি আরও জানান, বলিউড কিং শাহরুখ খান ও তামিল সুপারস্টার থালাপতি বিজয়কে নিয়েও একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে এই পরিচালকের।

 ‘জওয়ান’ সিনেমার শেষ দৃশ্যে ইঙ্গিত দেয়া হয়, নায়কের নতুন মিশন সুইস ব্যাংকে। আর তাই গুঞ্জন উঠেছিল, এ সিনেমার সিক্যুয়াল আসবে।
 সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অ্যাটলি বলেন, আমার প্রত্যেক সিনেমাতেই শেষে এমন কল্পনাকে প্রশ্রয় দেয়া থাকে। তবে আমি এখন পর্যন্ত কোনো সিনেমার সিক্যুয়েল নিয়ে ভাবিনি।
 
আর ‘জওয়ান’র কথা যদি বলি, তাহলে ভালো গল্প পেলে অবশ্যই পার্ট ২-এর কথা ভাবব।
 তামিল নির্মাতা অ্যাটলি কুমার বলেন, ‘জওয়ান’ যেহেতু ভবিষ্যতের আভাস রেখেছি, তাহলে পরে সিক্যুয়েল আসতেই পারে। আর একদিন না একদিন আমি অবশ্যই ‘জওয়ান’র সিক্যুয়েল নিয়ে আসব।
 
নির্মাতা বলেন, তিনি ‘জওয়ান’-এ বিক্রম রাঠোর চরিত্রকে ঘিরে ‘জওয়ান ২’ বানাতে চান। যাকে চলচ্চিত্রের ভাষায় বলা হয় স্পিন-অফ।
 
গুঞ্জন শোনা যাচ্ছিল, ‘জাওয়ান’ সিনেমায় থালাপতি বিজয়ের ক্যামিও থাকবে। তবে সেটা সত্য হয়নি।
  
এ বিষয়ে নির্মাতা অ্যাটলি কুমার বলেন, ‘আমি বিজয় স্যারকে ক্যামিও করার জন্য বলিনি, কারণ আছে। আমি শাহরুখ স্যার এবং বিজয় স্যারের জন্য কিছু লিখব; তারা দুজনেই আমার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছেন। একদিন আমি একটা স্ক্রিপ্ট তৈরি করব যেখানে দুজনে একসঙ্গে কাজ করবেন।’
 
অ্যাটলি কুমার এ পর্যন্ত পাঁচটি সিনেমা নির্মাণ করেছেন। প্রতিটি সিনেমাই বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। ‘থেরি’, ‘মেরসাল’ ও ‘বিগিল’ সিনেমায় অভিনয় করেছেন থালাপতি বিজয়। তিনটি সিনেমাই দর্শকনন্দিত হয়েছিল।
সূত্র: কইমই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর