শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

আজ জেলহত্যা দিবস

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৯৯ Time View

বাঙালি জাতির ইতিহাসে আরেকটি কলঙ্কিত অধ্যায়ের নাম জেল হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারের অভ্যন্তরে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। আজ সেই কলঙ্কিত দিন, জেল হত্যা দিবস।

কারাগারে বন্দি অবস্থায় জীবন দিতে হয় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে।

১৯৭৫ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেফতার করে। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী, খাদ্য ও ত্রাণমন্ত্রী এইচ এম কামারুজ্জামান।

শুধু মুক্তিযুদ্ধ নয়, সব আন্দোলন-সংগ্রামে চার নেতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন। যখনই বঙ্গবন্ধুকে বন্দি রাখা হয়েছে, তখন আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে সংগ্রাম এগিয়ে নিয়েছেন জাতীয় চার নেতা। কিন্তু ঘাতকের বুলেটের কাছে হার মানতে হয় তাদের।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর