ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে গত মাসে বিশেষ বৈঠক করেছেন রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তারা। কোন পরিস্থিতিতে কীভাবে এ অস্ত্র ব্যবহার করা হতে পারে তা নিয়ে হয় পরামর্শ।
সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন দুই সিনিয়র মার্কিন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, গোপন সেই বৈঠকে উপস্থিত ছিলেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ প্রসঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা বিভাগের মুখপাত্র জন কিরবি বলেন, ফ্রন্টলাইনে রুশ সেনারা পিছিয়ে পড়ায় পরমাণু হামলা নিয়ে উদ্বেগ ও শঙ্কা বাড়ছে।