সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

বিএনপি সরকার গঠন করলে দেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না;জয়নুল আবদিন ফারুক

  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০ Time View

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমরা (বিএনপি) সরকার গঠন করলে দেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না। আসুন আমরা সবাই ঐক্য গড়ে তুলি। দেশে যাতে আবারও ফ্যাসিস্ট ফিরে আসতে না পারে সেই ব্যবস্থা গড়ে তুলি। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে কোনোদিনও সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করা হবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে।

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেন, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। যদি না করেন তাহলে শেখ হাসিনা আবারও দিল্লি বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। আর এ ষড়যন্ত্র একমাত্র জনগণের দ্বারা নির্বাচিত সরকারই রুখে দিতে পারবে। তাই অনতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করুন।

তিনি বলেন, এখন আভাস পাওয়া যাচ্ছে নতুন দল হবে। নতুন দলকে স্বাগত জানাই; কিন্তু নতুন দল করে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করলে জনগণ তা মেনে নিবে না। আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে কখন স্থানীয় নির্বাচন হবে। কী কী সংস্কার করা দরকার সেটা জাতীয় সংসদ সদস্যরাই ঠিক করবে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, রোজার আগে আবারও যাতে দ্রব্যের উপরে সিন্ডিকেট না হয় সেদিকে আপনাদের (বর্তমান সরকার) নজর দিতে হবে।

সমাবেশে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মো. লিটন সভাপতিত্ব করেন। এ সময় সংগঠনের মহাসচিব আহমেদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর