সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

এক সপ্তাহে ১০ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি

  • আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২ Time View

সৌদি আরবে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এক সপ্তাহে দেশটিতে ২১ হাজার ২২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের জন্য ১৩ হাজার ২০২, সীমান্ত আইনের জন্য ৪ হাজার ৯১১ ও শ্রম আইন লঙ্ঘনের জন্য ৩ হাজার ১০৯ জনকে গ্রেফতার করা হয়।

একই সময়ে কর্তৃপক্ষ অবৈধভাবে প্রবেশের চেষ্টাকারী এক হাজার ৩৭৬ জনকে আটক করেছে, যার মধ্যে বেশিরভাগই ইথিওপিয়া (৫৮ শতাংশ) এবং ইয়েমেন (৪০ শতাংশ) থেকে এসেছেন। তাছাড়া অবৈধভাবে সীমান্ত দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য ৮৬ জনকে আটক করা হয়।

অবৈধ অভিবাসন নেটওয়ার্ক দমনের প্রচেষ্টা জোরদার করেছে সৌদি সরকার। অবৈধদের পরিবহন, আশ্রয় বা নিয়োগের অভিযোগে ২২ জনকে আটক করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে জানিয়েছে, এই ধরনের লঙ্ঘনকে সহায়তাকারীদের বিরুদ্ধেও শূন্য-সহনশীল নীতি বজায় রাখা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে।

বর্তমানে সৌদিতে প্রায় চার হাজার ৩০০ নারীসহ ৪০ হাজার ৫০০ জনেরও বেশি প্রবাসী আইনি প্রক্রিয়াধীন অবস্থায় আটক রয়েছেন।

এর মধ্যে ৩০ হাজার ৮৭৪ জনকে ট্রাভেল নথি সংগ্রহ করতে তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ৩ হাজার ৯১০ জনকে প্রত্যাবাসন চুক্তির প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এরই মধ্যে ১০ হাজার ১৭০ জনকে ফেরত পাঠানো হয়েছে।

সূত্র: গাল্ফ নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর