সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

ইমরান খানের সঙ্গে সাক্ষাতে বিধিনিষেধ, আদালতে গেলো পিটিআই

  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২ Time View

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) খাইবার পাখতুনখোয়া সভাপতি জুনায়েদ আকবর ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) একটি আবেদন দাখিল করেছেন। এতে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি চাওয়া হয়েছে।

আবেদন দাখিলের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আকবর বলেন, ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে না দিয়ে সরকার নিয়ম লঙ্ঘন করছে। তাছাড়া প্রাদেশিক অসহিষ্ণুতা বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সম্পর্কেও সতর্ক করেন তিনি।

আকবর জোর দিয়ে বলেন, সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ত্যাগ স্বীকার করা হচ্ছে। পিটিআইয়ের সিনিয়র নেতারা ইমরান খানের প্রতি অন্যায্য আচরণের বিষয়টি প্রধান বিচারপতির কাছে উত্থাপন করবেন।

এদিকে পাঞ্জাব সরকার জানিয়েছে, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি।পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি এক বিবৃতিতে বলেন, পিটিআই প্রতিষ্ঠাতার পরিবার, আইনি দল ও দলীয় নেতারা নিয়মিতভাবে তার সঙ্গে দেখা করে যাচ্ছেন।

তিনি পিটিআই-এর দাবির সমালোচনা করে বলেন, তারা কারাগারটিকে একটি বিনোদন পার্কের মতো মনে করছেন। যে কেউ যে কোনো সময় অবাধ প্রবেশাধিকার পেতে পারে বলে আশা করছে।

সূত্র: ডন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর