শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

হাসিনা ও তার দোসরদের বিচার হবে: এ্যানি

  • আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮ Time View

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার এবং দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার হবিগঞ্জ পৌরসভার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সভায় সভাপতিত্ব করেন, হবিগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, জাতীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (মধ্যপ্রাচ্য) আলহাজ্ব আহমেদ আলী মুকিব, জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্থানীয় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিগত ১৭ বছর ধরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনার নেশা ছিল ভিন্ন দল দমন-পীড়ন, মিথ্যা মামলা-হামলা এবং খুন-গুম করা। দেশে কোন আইন-কানুন ছিল না। বিচার বিভাগসহ সকল প্রতিষ্ঠানে নিজ দলের লোক বসিয়ে, রিমোট কন্ট্রোল ছিল শেখ হাসিনার হাতে। আমাদের দলের বহু নেতাকর্মীকে খুন করা হয়েছে, মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খেটেছে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা গুলি করে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে, কত মা-বাবার বুক খালি করেছে, তার কোন হিসাব নেই। খুনি হাসিনার অপকর্মে দেশের আকাশ-বাতাস কেঁদে উঠেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানকে একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে প্রাণে হত্যার চেষ্টা করা হয়েছিল।’

এ্যানি বলেন, ‘আজ দেশের মানুষ স্বৈরশাসক মুক্ত হয়ে তারেক রহমানের নেতৃত্বে স্বাভাবিক জীবনযাপন করছে। শেখ হাসিনা এখন দেশের বাইরে বসে দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সকলকে সজাগ থাকতে হবে, যাতে তাদের চক্রান্ত সফল না হয়।’তিনি দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বর্তমান সরকারের কাছে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান।এ সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল-মিছিলে সমাবেশটি পরিপূর্ণ হয়ে ওঠে।এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর