শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

প্রকাশ্যে দম্পতিকে কুপিয়ে পালানোর সময় সেই ২ যুবক আটক

  • আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬ Time View

রাজধানীর উত্তরায় স্বর্ণালংকার কিনে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে এক দম্পতিকে কুপিয়ে জখম করে পালানোর সময় দুজনকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার রাতে উত্তরা-৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আহত দম্পতি হলেন- মেহেবুল হাসান (৩৬) ও মোছা. ইফতি (৩০)।

আটক হওয়া দুইজন হলেন- শেরপুরের শ্রীবর্দী উপজেলার বেষ্টমীচর গ্রামের আল আমিনের ছেলে মোবারক মিয়া (২২) ও গাজীপুরের টঙ্গীর বাজার বস্তির কৃষ্ণ রায়ের ছেলে রবি রায় (২১)। মোবারক মিয়া বর্তমানে টঙ্গী পশ্চিম থানার ভরান এলাকায় থাকেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত একজন ফুটপাতে পড়ে যাওয়া একজনকে রামদা দিয়ে কোপাচ্ছেন। তখন সেই যুবক ওঠে পাশে থাকা এক তরুণীর পেছনে লুকানোর চেষ্টা করছে। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে।

ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘ভুক্তভোগী মেহেবুল হাসান ও তার স্ত্রী ইফতি মোটরসাইকেলে বাসায় যাচ্ছিলেন। ওই সময় দুটি মোটরসাইকেলে তিনজন তাদের উত্যক্ত করতে করতে যাচ্ছিলেন। দুটি মোটরসাইকেলের একটি মোড়ের মধ্যে এসে একটি রিকশাকে ধাক্কা দেয়। ওই সময় রিকশাওয়ালার সঙ্গে হাসানও প্রতিবাদ করেন। ওই সময় তিনজনের মধ্যে একজন ফোন দিয়ে আরও দুজনকে খবর দেয়। ওই দুজন ধারাল অস্ত্র নিয়ে এসে স্বামী-স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।’

ওসি হাফিজ আরও বলেন, ‘দুই মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুজনকে আটক করা হয়েছে। আটকের সময় তাদের শরীর রক্তাক্ত অবস্থায় ছিল।’

ভুক্তভোগীদের স্বর্ণালংকার অক্ষত রয়েছে এবং এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর