শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

গ্রামাঞ্চলের চিকিৎসক ও ব্যবসায়ীরা আসছেন করের আওতায়:অর্থ উপদেষ্টা

  • আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১ Time View

করের আওতায় আসছেন গ্রামাঞ্চলের ব্যবসায়ী ও চিকিৎসকরা, যারা যথাযথ কর প্রদান করছেন না, এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে তিনি এ তথ্য জানান।

ড. সালেহউদ্দিন বলেন, “গ্রামে অনেকে আয় করছেন, কিন্তু কর দিচ্ছেন না। এখন আমরা কর সংগ্রহে জোর দেব।” এনবিআর এর মাধ্যমে ডিসিদের দেওয়া তালিকা অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, “চিকিৎসক ও আইনজীবীদের ফি ডিজিটাল পেমেন্ট মাধ্যমে নেয়া গেলে তা করের আওতায় আনা সম্ভব হবে।”

এ সময়, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বাড়ানোর বিষয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা, এবং সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে এসএমই খাত ও কৃষির দিকে নজর দেওয়ার কথা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর