রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

গুলশান ক্রিকেট ক্লাবের অর্থায়নে তামিম, লক্ষ্য কি কাউন্সিলর হওয়া?

  • আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪ Time View

ঠিক গুঞ্জন বলা যাবে না। তবে তামিম ইকবালকে নিয়ে আজকাল সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমগুলোতে বেশ আলোচনা- কৌতূহল। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে আগামীতে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবির পরিচালনা পর্ষদে আসছেন তামিম, এমন আলাপ উঠলেই জমে ওঠে আসর।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া পরিবারের একটা প্রজন্মের কনিষ্ঠ সদস্য চাচা আকরাম খানের মতো বোর্ড পরিচালক হতে যাচ্ছেন তামিম, এমন খবর প্রায় শোনা যায় গণমাধ্যমে। এমনকি বোর্ডপ্রধানও হতে পারেন, এমন গুঞ্জনও শোনা যায়।

পুরাতন সেসব খবর ছাপিয়ে ক্রিকেটপাড়ায় সাড়া জাগিয়েছে নতুন খবর। রীতিমতো আলোড়নও তুলেছে। তা হলো- জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের ক্রিকেট ইতিহাসের এক নম্বর ওপেনার তামিম খুব শীঘ্রই গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর হচ্ছেন।

ক্রিকেটভক্তদের কাছে রীতিমতো এটি চাঞ্চল্যকর খবর। তাদের কৌতূহলী প্রশ্ন, সত্যিই তামিম ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর হচ্ছেন? তামিম নিজেই দিয়েছেন জবাব।

আজ রোববার সকালে জাগোনিউজের সঙ্গে এ বিষয়ে কথা বলতে গিয়ে তামিম বলেন, ‘আসলে কাউন্সিলরশিপ নিয়ে এখনই কিছু চূড়ান্ত হয়নি। তবে অর্থনৈতিক দিক থেকে গুলশান ক্রিকেট ক্লাবকে সাপোর্ট দিতে চাই। ক্লাবটির অর্থায়নে ভূমিকা রাখতে যাচ্ছি।

পুরো ব্যাপারটা পরিষ্কার করতে গিয়ে তামিম বলেন, ‘আসলে কাউন্সিলর নিয়ে এখনই ভাবছি না। আমি ও ফরচুন বরিশালের ফ্র্যাঞ্চাইজির মিজান (মিজানুর রহমান) ভাই দুজন মিলে গুলশান ক্রিকেট ক্লাবে অর্থায়ন করবো বা করতে যাচ্ছি।

‘আমাদের মধ্যে কে কাউন্সিলর হবেন, তা এখনই চূড়ান্ত করিনি। সেটা নিয়ে এখন ভাবছিও না। সেটা পরে দেখা যাবে। এ মুহূর্তে আমি আর মিজান ভাই (ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি মিজানুর রহমান) গুলশান ক্রিকেট ক্লাবের সাথে সম্পৃক্ত হয়েছি। ক্লাবটিকে আর্থিক সহায়তা করতে রাজি হয়েছি’-যোগ করেন তামিম।

এটুকু বলে শেষ করলেও তামিম পরক্ষণেই একটা কথা বলেছেন, ‘আমি নাকি মিজান ভাইকে কাউন্সিলর হবো সেটা পরে ঠিক করবো। এ মুহূর্তে আমরা ক্লাবটির দায়িত্ব নিয়েছি সেটাই শেষ কথা।’

এদিকে ক্রিকেটপাড়ায় আগে থেকেই জানা, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি থেকে পদত্যাগ করা পরিচালক খালেদ মাহমুদ সুজন প্রিমিয়ার লিগের নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের কোচ। দীর্ঘ এক যুগ আবাহনীর হেড কোচের দায়িত্ব পালন করা সুজন এবার এখানে এসেছেন।

তামিমের গুলশান ক্রিকেট ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হওয়া ও ক্লাবকে অর্থায়নের খবরটি সুজনই আগে জাগোনিউজকে নিশ্চিত করেছেন।

গুলশান ক্রিকেট ক্লাব কি মালিকানা বিক্রি করে দিচ্ছে, তামিম ইকবাল নাকি গুলশান ক্রিকেট ক্লাবের মালিক হচ্ছেন- এই দুই প্রশ্নে সুজনের জবাব, ‘না না ক্লাব বিক্রি করিনি। ক্লাব আমাদেরই আছে। তবে আমরা গুলশান ক্রিকেট ক্লাবের জন্য ভালো বিনিয়োগকারী খুঁজছিলাম। বলতে পারেন তামিম সেই বিনিয়োগকারী।’

সুজন বলেন, ‘আমি জানি তামিম ইকবালের মাঝে সহজাত একটা পরোপকোরী মানসিকতা আছে। তাই আমি নির্ভেজাল বিনিয়োগকারী পেতে তামিমের সঙ্গে যোগাযোগ করি। তামিমকে বলি আমাদের অর্থনৈতিক দিকটা দেখার মতো ভালো বিনিয়োগকারী দরকার। তামিম রাজি হয়ে যায়। তার সঙ্গে মিজান ভাইকেও (ফরচুন বরিশাল মালিক) সম্পৃক্ত করে দেয়। বলতে পারেন, তামিম আর মিজান ভাই আমাদের বিনিয়োগকারী।’

তামিম কোনো পূর্বশর্ত দিয়ে অর্থের যোগানদাতা হতে চেয়েছেন? মানে গুলশান ক্লাবের পরবর্তী কাউন্সিলর কি তামিম হবেন?

এ প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘তা তো আমি বলতে পারছি না। তামিম ও মিজানুর রহমান দুজনই ক্লাব ম্যানেজমেন্টের অংশ হতে সম্মত হয়েছেন। তারা আমাদের ক্রিকেট টিমের অর্থায়ন করবেন। আর্থিক দিকটা সামলাবেন। তাই আমি বলতে পারছি না কাউন্সিলর কে হবেন। তবে তামিম আর মিজান ভাইয়ের কেউ একজন হবে নিশ্চয়ই।’

এটুকু বলার পর সুজন যোগ করেন, ‘প্রাথমিকভাবে মিজান ভাইকে হয়তো গুলশান ক্লাবের প্রেসিডেন্ট হবেন।’

কেন তামিম সভাপতি হবেন না কেন? সুজন সরাসরি এর জবাব দেননি। হাবভাবে বুঝিয়ে দিয়েছেন, তামিম জাতীয় দল থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে এখনো খেলা চালিয়ে যাচ্ছেন। বিপিএল খেলছেন। ঢাকার ক্লাব ক্রিকেট মানে প্রিমিয়ার লিগ খেলবেন।

‘যেহেতু সে এখনো খেলার মধ্যে আছে এবং প্রিমিয়ার লিগেরই অন্য আরেক দল মোহামেডানের হয়ে খেলবে; তাই একই বছর একই লিগে অন্য একটি দলের সভাপতি পদে থাকা কেমন দেখায়? হয়তো সেটা ভেবেই তামিম সভাপতি হবে না। মিজান ভাই সভাপতি হবেন।’

ওপরের ওই ব্যাখ্যা শুনে আবার কেউ কিন্তু ভাববেন না যে, তামিম কাউন্সিলর হতে পারবেন না। কাউন্সিলর হওয়ার জন্য ক্লাবের সভাপতি হতেই হবে, এমন বাধ্যবাধকতা নেই। তামিম চাইলে নিজেদের মধ্যে কথা বলে নিজেও বিসিবির কাউন্সিলর হতে পারবেন।তামিম তা চাইবেন কিনা? সত্যিই আগামীতে বিসিবির কাউন্সিলর হবেন কিনা, তা সময়ই বলে দেবে। এ বছরই বিসিবির নির্বাচন। অক্টোবরে হওয়ার কথা থাকলেও শোনা যাচ্ছে তা কয়েক মাস এগিয়ে জুলাইয়ে করার চিন্তা ভাবনা চলছে। কাজেই আর মাস চারেক পরই জানা যাবে তামিম গুলশান ক্লাবের কাউন্সিলর হবেন কিনা?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর