শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

অবশেষে জাবিতে পোষ্যকোটা বাতিল

  • আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০ Time View

দীর্ঘদিনের পোষ্য কোটাবিরোধী আন্দোলন ও গত কয়েকদিনের গণঅনশনের পর অবশেষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্যকোটা বাতিলের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরীক্ষা কমিটির জরুরি সভার আনুষ্ঠানিক সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় সকল ধরনের পোষ্যকোটা বাতিল ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.কামরুল আহসান।

শেষ পর্যন্ত যথাযথ রীতি অনুযায়ী শৃঙ্খলাবদ্ধভাবে দাবি আদায়ের আন্দোলন করায় আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.কামরুল আহসান বলেন, গত এক সপ্তাহ যাবত শিক্ষার্থীরা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে পোষ্যকোটা বাতিলের দাবিতে আবেদন ও আন্দোলন করে আসছিলো, তারই প্রেক্ষিতে যেহেতু বিষয়টির সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনদের স্বার্থ জড়িত তাদের সাথে আমাদের আলোচনা করতে হয়েছে এবং গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের বিশেষ চাহিদার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী নেতৃবৃন্দ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত সুবিবেচনার সহিত কেন্দ্রীয় পরীক্ষা কমিটির ওপর দায়িত্ব অর্পণ করে। প্রশাসনের এ সকল বক্তব্যগুলো আমরা সর্বস্তর থেকে কেন্দ্রীয় পরীক্ষা কমিটির জরুরি সভায় নিয়ে যায় এবং উক্ত কেন্দ্রীয় পরীক্ষা কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় পোষ্যকোটায় ভর্তি বাতিল করা হলো।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পরেও পোষ্যকোটা বাতিল না হওয়াই গত রবিবার ও সোমবার (২,৩ ফেব্রুয়ারি) গণঅনশন পালন করে শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর