শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

রোবট দিয়ে ইলন মাস্কের চুল কাটানোর ভিডিওটি এআই দিয়ে তৈরি

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১০ Time View

রোবট নাপিত দিয়ে চুল কাটান ইলন মাস্ক- সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বেশ কিছু পোস্টে এমন দাবি করা হয়েছে। একই দাবিতে সংবাদ প্রকাশিত হয়েছে গণমাধ্যমেও। প্রতিবেদনে লেখা হয়েছে, টেসলা এবং স্পেসএক্স সিইও ইলন মাস্ক আবারও ইন্টারনেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার তিনি চমক দেখিয়েছেন রোবট নাপিত দিয়ে চুল কাটিয়ে।

মূলত, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, অত্যাধুনিক এক রোবট ইলন মাস্কের চুল কাটছে।

বাংলাদেশি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, রোবট নাপিত দিয়ে ইলন মাস্কের চুল কাটানোর দাবিতে ভাইরাল ভিডিওটি বাস্তব নয়। এটি কম্পিউটার জেনারেটেড ইমেজারি (সিজিআই) প্রযুক্তি দিয়ে তৈরি।

ভাইরাল ভিডিওটি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে বেশ কিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। যেমন- রোবটটি যখন কাঁচি দিয়ে চুল কাটে, তখন চুল কখনোই কাটা হয় না। ভিডিওতে ইলন মাস্কের আঙুলগুলোও বেশ অস্বাভাবিক দেখায়।

এছাড়া ভিডিওটি নিয়ে কোনো বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, ইলন মাস্কের এক্স প্রোফাইল (সাবেক টুইটার) যাচাই করেও দেখা যায়, তিনি সেখানে এমন কোনো ভিডিও পোস্ট করেননি।

এসব অসঙ্গতির কারণে ভাইরাল ভিডিওটি থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ‘এআই স্মার্ট জোন’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। অ্যাকাউন্টটির পরিচয়ে উল্লেখ করা হয়েছে, এআই স্মার্ট জোন অ্যাকাউন্টটি এআই ও রোবটিকস নিয়ে কাজ করে থাকে।ইলন মাস্কের ভিডিওটি গত বছরের ১৭ ডিসেম্বর এই অ্যাকাউন্টে পোস্ট করা হয়। ভিডিওর ক্যাপশনে এটি যে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কম্পিউটার জেনারেটেড ইমেজারি (সিজিআই) প্রযুক্তি দিয়ে তৈরি সেটি স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে।সার্বিক বিবেচনায় রোবট নাপিত দিয়ে ইলন মাস্কের চুল কাটানোর দাবিতে ভাইরাল ভিডিওটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর