শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:০১ অপরাহ্ন

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুজিববাদী সংবিধান থেকে বের হতে হবে:নাসিরুদ্দিন পাটোয়ারী

  • আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৯ Time View

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, গণপরিষদ নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নিন। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ এবং সম্ভাবনা নির্ধারিত হবে। এ মুহূর্তে আমাদের বহুদলীয় সংবিধান প্রয়োজন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুজিববাদী সংবিধান থেকে বের হতে হবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস’ শীর্ষক ছাত্র সমাবেশ তিনি এসব কথা বলেন।

নাসিরুদ্দীন বলেন, বহুদলীয় সংবিধান রচনার জন্য বর্তমানে একটি সুযোগ তৈরি হয়েছে। দেশের সব শ্রেণি পেশার মানুষজনকে ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। গণপরিষদ নির্বাচনের মধ্যে বাংলাদেশের ২৪ এর গণঅভ্যুত্থানে যেসব শ্রমিকরা শহীদ হয়েছেন তাদের কথা থাকতে হবে। গণপরিষদের সংবিধানে আমাদের মা এবং বোনদের অধিকারের প্রশ্নগুলো লেখা থাকতে হবে। আমরা এমন একটি সংবিধান চাই, যেখানে কোনো রাষ্ট্রের কাছে গোলামির জিঞ্জীরে আবদ্ধ থাকতে হবে না। আমরা গণপরিষদের মাধ্যমে এমন একটি সংবিধান চাই যে সংবিধানের মধ্য দিয়ে আর কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না।

তিনি আরও বলেন, ৭২ এর সংবিধানের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব। বহুদলীয় গণতন্ত্র একদলীয় সংবিধানের মাধ্যমে হতে পারে না। বহুদলীয় সংবিধান জনগণের সামনে দিতে হবে। এরমধ্যে আমাদের বাঁধা দিতে কেউ আসলে তার পরিণতি শেখ হাসিনার মতো হবে। কেউ যদি দেশীয়-আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে  রাজপথে লড়াই হবে। আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশের মাটিতে আমরা রক্ত দিয়েছি প্রয়োজনে আরও রক্ত দেব। একদলীয় সংবিধানের মাধ্যমে দেশে বহুদলীয় রাজনীতি সম্ভব নয়। যে সংবিধান আমাদের ট্যাক্সের টাকা বিদেশে পাচার করেছে, অন্যায়ভাবে জেলে আটকে রেখেছে, ৫৩ বছর নিপীড়নের শিকার করেছে সেই সংবিধানকে আমাদের ছুড়ে ফেলতে হবে।

বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, আমাদের পাহাড় ও সমতলের ভাই বোনেরা সবাই এক হোন। মুজিবীয় সংবিধান ছিড়ে ফেলে দিয়ে বহুদলীয় সংবিধান রচনা করি। যারা গত শাসনামলে খুন হয়েছেন, আয়না ঘরে গিয়েছেন, অন্যায়-অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের সবাইকে গণপরিষদ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর