শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

ট্রাম্পের অভিষেকে বরফের বাগড়া, অনুষ্ঠান হবে ইনডোরে

  • আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৯ Time View

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি তার শপথ অনুষ্ঠান। এতে বিশ্বের অনেক সরকারপ্রধান ও রাজনীতিবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তীব্র শীতের মধ্যে হালকা বরফের কারণে এবার পরিবর্তন আনতে হচ্ছে স্থান নির্বাচনে।

বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠিত হবে ক্যাপিটল ভবনের অভ্যন্তরে (ইনডোরে)। যা হবে গত ৪০ বছরের মধ্যে প্রথম। কারণ এর আগে মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠিত হতো বাইরে (আউটডোরে)।সবশেষ তীব্র শীতের কারণে মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান ইনডোরে হয়েছে ১৯৮৫ সালে। তখন ছিল রিপাবলিকান নেতা রোনাল্ড রিগানের দ্বিতীয় মেয়াদে শপথ অনুষ্ঠান।

আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে সোমবার ট্রাম্পের শফত অনুষ্ঠানের দিন ওয়াশিংটনের তামপাত্রা থাকবে মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস। যা আরও কমতে পারে।তবে ট্রাম্প জানিয়েছেন তার সমর্থকরা একটি স্টেডিয়াম থেকে স্ক্রিনের মাধ্যমে এই অনুষ্ঠান দেখতে পারবেন। যেখানে ২০ হাজার মানুষ অবস্থান করতে পারবে।

অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট থেকে শুরু করে বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান ও রাজনীতিবিদকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে এই তালিকায় নাম নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে গত মাসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এতে বোঝা যাচ্ছে চীনের প্রেসিডেন্টের সঙ্গে খোলামেলা আলোচনায় ইচ্ছুক তিনি।

অন্যদিকে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে মোদীকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে প্রতিবেদনে কোনো তথ্য নেই।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর