শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

ইরানে সুপ্রিম কোর্টের ২ বিচারপতিকে গুলি করে হত্যা

  • আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১০ Time View

ইরানে বন্দুকহামলায় সুপ্রিম কোর্টের দুই জ্যেষ্ঠ বিচারপতি নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) সকালে তেহরানের ট্রাইব্যুনাল ভবনে এই হামলার ঘটনা ঘটে। এসময় অভিযুক্ত হামলাকারীও আত্মহত্যা করেন।

নিহত বিচারপতিরা হলেন হোজ্জাত আল-ইসলাম রাজিনি এবং হোজ্জাত আল-ইসলাম ওয়াল-মুসলিমীন মুকিসেহ। তারা আদালতের বিভিন্ন শাখার সভাপতির দায়িত্ব পালন করতেন।

ইরানি বিচার বিভাগের মিডিয়া সেন্টার এক বিবৃতিতে বলেছে, নিহত বিচারপতিরা জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপরাধ দমনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বিবৃতিতে তাদের সাহসী ও অভিজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, একজন পিস্তলধারী ব্যক্তি বিচারপতিদের কক্ষে ঢুকে গুলি চালায়। তবে হামলাকারীর পরিচয় এবং উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিচার বিভাগের মিডিয়া সেন্টার জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, অপরাধী অতীতে সুপ্রিম কোর্টে কোনো মামলায় জড়িত ছিল না এবং তিনি আদালতের দর্শণার্থীও ছিলেন না।

এ ঘটনায় একজন নিরাপত্তা রক্ষীও আহত হয়েছেন। বর্তমানে হামলার সঙ্গে জড়িত অন্যান্য সন্দেহভাজনদের চিহ্নিত ও আটক করার জন্য তদন্ত চলছে।

নিহত বিচারপতি হোজ্জাত আল-ইসলাম রাজিনি ১৯৯৮ সালে তেহরানের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে একবার হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। আর বিচারপতি মুকিসেহ ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শিকার হন, যেখানে তাকে ‘অসংখ্য অবিচারী বিচার পরিচালনার জন্য দায়ী’ বলা হয়েছিল।

ইরানে বিচারপতিদের লক্ষ্য করে হামলার ঘটনা বিরল। তবে গত কয়েক বছরে দেশটিতে হাই-প্রোফাইল ব্যক্তিদের লক্ষ্য করে বেশ কয়েকবার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর