শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

একাই করলেন ৬ গোল! দেড় যুগ পর বাংলাদেশের ফুটবলে এমন কীর্তি

  • আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১০ Time View

ঘানার প্রিমিয়ার লিগের ক্লাব আসান্তে কটোকো থেকে এ বছরই নাম লিখিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিতে। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৭ ধাপ এগিয়ে থাকা আফ্রিকার দেশটির প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন স্যামুয়েল বোয়েটেং বাংলাদেশে দেখাচ্ছেন গোলের ঝলক।

শনিবার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে একাই গোলের মালা পরিয়েছেন প্রতিপক্ষকে। নবাগত ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে করেছেন ডাবল হ্যাটট্রিক। দল জিতেছে ৬-১ গোলে। অর্থ্যাৎ, ৬টি গোলই করেছেন বোয়েটেং।

বয়স ২৭ বছর। নতুন পরিবেশে এসে নিজেকে মানিয়ে নিতে বেশ সময়ও লেগেছিল তার। প্রথম তিন ম্যাচে কোনো গোলই ছিল না ঘানাইয়ান এই ফুটবলারের। চতুর্থ ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে জোড়া লক্ষ্যভেদ করে গোলের খাতা খুলেছিলেন বোয়েটেং। পরের ম্যাচেও জোড়া গোল করেছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে। দলের ষষ্ঠ ম্যাচে করলেন ডাবল হ্যাটট্রিক। চলতি লিগে এই ঘানাইয়ান উপহার দিলেন জোড়া হ্যাটট্রিক।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এটি ষোলতম আসর। প্রথম আসরে দর্শক ডাবল হ্যাটট্রিক দেখেছিলেন। রহমতগঞ্জের বিপক্ষে ৭-১ গোলের জয়ের সেই ম্যাচে ডাবল হ্যাটট্রিক করেছিলেন নাইজেরিয়ান নোয়ান চাওয়া পল। দেড় যুগ পর প্রিমিয়ার লিগে ডাবল হ্যাটট্রিক দেখলো দর্শক।

বিজ্ঞাতিন ম্যাচে গোলশূন্য। পরের তিন ম্যাচে দুই, দুই ও ছয়- মোট ১০ গোল নিয়ে সবার ওপরে উঠলেন পুরনো ঢাকার ক্লাবের জার্সিতে খেলা এই ঘানাইয়ান। ২৩ মিনিটে গোলের খাতা খুলেছিলেন বোয়েটেং। ৩৭ ও ৪৪ মিনিটে গোল করে প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ করেছিলেন এবং দ্বিতীয়ার্ধে ৬৩, ৬৬ ও ৭০ মিনিটে গোল করে অনন্য এই কীর্তি গড়েন স্যামুয়েল বোয়েটেং।এর আগে ৫০ মিনিটে একটি গোল শোধ করেছিলেন ওয়ান্ডারার্সের সাইয়েফ সামসুদ। ৬-১ গোলের বড় জয়ে আবাহনীকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো কামাল বাবুর দল। ওয়ান্ডারার্সের পয়েন্ট ৬ ম্যাচে ৪।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর