ডেস্ক রিপোর্টঃ মির্জা ফাউন্ডেশন বাংলাদেশ ২০১৮ সালে আর্ত মানবতার সেবার ব্রত নিয়ে যাত্রা শুরু করে। অলাভজনক সামাজিক এই সংগঠন দূর্যাগ, দূর্বিপাক এবং দুঃস্থ্য মানুষের সেবা করে দেশ বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িঁয়েছে ইতমধ্যে। আরো ব্যাপ্তি ও পরিধী নিয়ে এই সংগঠনের কার্য্যক্রম বৃদ্ধি করতে গভর্নিং বডি গঠন করা হয়েছে।
এতে প্রেসিডেন্ট হয়েছেন মির্জা মাজহারুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেডিডেন্ট মোহাম্মদ আব্দুর রব, সিনিয়র ভাই প্রেসিডেন্ট মোহাম্মেদ আবেদ আলী (দুবাই), সহসভাপতি আরিফুল আলম ভূইয়া, ম্যানেজিং ডিরেক্টর কাজী আব্দুল করিম, এক্সিকিউটিভ ডিরেক্টর এমডি আরশা আজিম, কোষাদক্ষ মোহাম্মদ কামাল হাসান, এক্সিকিউটিভ মেম্বার ড. মিজানুর রহমান, আফরিন সাইদা এলোরা, মোহাম্মদ আলী, মোহাম্মদ মঞ্জরুল হক, মোঃ হাবিবুর রহমান হাবিব, নাসিম চৌধুরী সম্রাট, মোঃ আরিফুজ্জামান, মোঃ আশরাফুল আলম, সিআইপি আল আমিন শেখ, আলাদ্দিন আদর, মোঃ রেজাউল করিম, মোঃ হোসাইন সালাম রহমান, তারিনা হক তিন্নি, মোঃ মামুনুর রশিদ।
আগামীতে এই গভর্নিং বডি কার্য্য পরিধী পরিচালনা করে দেশ ও দশের কল্যাণে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবেন।