সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

লুটনে ওসমানী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মতবিনিময়

  • আপডেট : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৩২ Time View

♦ ডেস্ক রিপোর্টঃমহীরুহসম ব্যাক্তিত্ব মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জনাব এম এ জি ওসমানীর স্মৃতি রক্ষার্থে বঙ্গবীর জেনারেল ওসমানী মেমোরিয়াল ট্রাস্ট নামে নবগঠিত সংগঠনটির উদ্যোগে গত ২২শে জুলাই সোমবার ব্যারি পার্ক রোডস্থ এরোমা কফিতে সংগঠনটির সভাপতি নুরুল গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এন আহমেদ নানু ও নুনু মিয়ার যৌথ সঞ্চালনায় লুটনের বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্বদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত সকলেই যার যার বক্তব্যে জেনারেল ওসমানীর মুক্তি যুদ্ধের বীরগাথা,বর্ণাঢ্য সামরিক বাহিনীর পেশা ও রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন পাশাপাশি বক্তাগণ ওসমানীর স্মৃতি রক্ষা ও তরুণ প্রজন্মের নিকট তাঁর স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে সফলতার কাহিনী তুলে ধরার নিমিত্তে নব গঠিত সংগঠনটির সকল নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি সবাই দল মত নির্বিশেষে এই মহান ব্যক্তিত্বের তাঁর মুক্তি যুদ্ধের বিশাল অবদান আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে যথাসাধ্য চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।পাশাপাশি তাঁর জন্ম ও মৃত্যু দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন যথাক্রমে জনাব আব্দুর রশিদ বাবুল, কাজী সাদেক মিয়া, খুররম চৌধুরী, হান্নান মিয়া চৌধুরী, আব্দুল্লাহ মিয়া, মুহিবুর রহমান লাবলু, মোশাহিদ আলী বেলাল,আমিনুল হক আহাদ, সৈয়দ দেলোয়ার হোসেন, আজিজুল আম্বিয়া,নুর মিয়া, মিয়া মোহাম্মদ জামিল, নাজমুল চৌধুরী বাবুল,মাহবুবুল করিম সোয়েদ,জসিম উদ্দিন, মোজাহিদ খাঁন, জায়েদ মানিক চৌধুরী, জাবেদ মিয়া, বদরুল আমিন,তালাত মাহমুদ, ফখরুল ইসলাম, রাসেল আহমেদ ও মোমিন চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর