ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করার লক্ষ্যে ইউরোপীয় প্রশাসনের সাথে চলমান সম্পর্ক আরও অর্থবহ এবং জোরদার করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহবান জানিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)। ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়েবা সদরদপ্তরে ১৩ জুলাই শনিবার অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ২৩তম সভায় আরও জানানো হয়, ইউরোপে বিভিন্ন দেশে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন এবং আর্থ সামাজিক প্রেক্ষাপট আমলে নিয়ে দেশে দেশে শ্রমবাজার ধরতে বাংলাদেশ দূতাবাস সমূহকে কার্যকর করার পাশাপাশি ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে আরও অনেক সক্রিয় ভূমিকা রাখতে হবে।
আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহর সভাপতিত্বে এবং সহ-সভাপতি আহমেদ ফিরোজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সহ-সভাপতি ফখরুল আকম সেলিম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাহারুল ইসলাম মিন্টু, শরীফ আল মোমিন, টি এম রেজা, তাপস বড়ুয়া রিপন, আজহার কবির বাবু, নুরুল আমিন সহ বিভিন্ন দেশের আয়েবা নেতৃবৃন্দ। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তি ড. তোজাম্মেল টনি হক, যিনি একসময় ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোর উর্ধতন কর্মকর্তা ছিলেন, সম্প্রতি ব্রিটেনে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সভায় এক মিনিট নিরবতা পালন করা হয়। কিংবদন্তি টনি হকের রুহের মাগফেরাত কামনা করা হয় একইদিন আয়েবা সদরদপ্তরে আয়োজিত স্বরণসভায়।