রবিবার, ০৭ জুলাই ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন

১৫ জুলাইয়ের পর কমবে গ্যাস সংকট;প্রতিমন্ত্রী

  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় গ্যাসের যে সংকট দেখা দিয়েছে, আগামী ১৫ জুলাইয়ের পর এই সংকট কমে যাবে। বুধবার (৩ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুনীল অর্থনীতি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের পার্শ্ব সেশনে আলোচনা শেষে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে ব্লুইকোনমি ইনফ্রাস্ট্রাকচার সেশনে প্রতিমন্ত্রী বলেন, সমুদ্রে মাল্টিক্লায়েন্ট সার্ভে শেষ হয়েছে। গভীর সমুদ্রে খনিজ সম্পদের বেশ সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। সেপ্টেম্বরে যা শেষ হবে।

এছাড়া মাতারবাড়ি গভীর সমুদ্র এলাকায় হাইড্রোজেন পাওয়ারের সম্ভাবনা নিয়ে কাজ হবে জানিয়ে নসরুল হামিদ বলেন, অনশোরে উইন্ড ২৫ শতাংশ পর্যন্ত মিলছে কেন্দ্রের সক্ষমতা অনুযায়ী। অফশোরে তা আরও বেশি হবে বলে প্রত্যাশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category