রবিবার, ০৭ জুলাই ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

লুটনে পর্তুগীজ বাংলাদেশী সংগঠনের আত্মপ্রকাশ 

  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৭ Time View
ডেস্ক নিউজঃ যুক্তরাজ্যের লুটন শহরে বসবাসরত পর্তুগীজ বাংলাদেশীদের নিয়ে প্রথমবারের মত নতুন সংগঠন পর্তুগীজ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন (পিবিএ) লুটনের আত্মপ্রকাশ উপলক্ষ্যে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বাংলাপাড়া খ্যাত ব্যারিপার্কের কাফে ইতালিয়ার হলরুমে বিপুল সংখ্যক পর্তুগীজ বাংলাদেশীদের নিয়ে অনুষ্টিত এই সভায় সভাপতিত্ব করেন প্রবীন কমিউনিটি নেতা আব্দুর রাজ্জাক মাতুব্বর।কমিউনিটি নেতা জহিরুল ইসলাম ও মাওলানা আব্দুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ বাবলু হোসাইন।
সভায় বক্তারা পর্তুগালে বসবাসকালীন নানা স্মৃতি চারনের পাশাপাশি যুক্তরাজ্যে যাতে তাদের সেই বন্ধন আর্তসামাজিকভাবে সুদৃঢ় থাকে তার ওপর গুরুত্বারোপ করেন।সভা শেষে পর্তুগাল-লুটনের প্রবীন মুরব্বী ও কমিউনিটি নেতা জসিম উদ্দিন আনা সকলের সম্মতির আলোকে ১২ সদস্যের উপদেষ্টা কমিটির পাশাপাশি ৪ সদস্যের আহবায়ক কমিটি গঠন করেন।সভায় জানানো হয়, যেই সমস্ত পর্তুগীজ বাংলাদেশীরা লুটন শহরে বসবাস করছেন তারা সকলেই পদাধিকার বলে আহবায়ক কমিটির সদস্য বলে বিবেচিত হবেন।
নবগঠিত আহবায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তরা উপদেষ্টাদের সাথে পরামর্শক্রমে ভবিষ্যত কার্য্যক্রম ও পু্র্ণাংগ কমিটি গঠন করবেন বলে সভা থেকে সিদ্বান্ত গ্রহন করা হয়।নবগঠিত কমিটিতে বিশিষ্ট ব্যাবসায়ী ও কমিউনিটি ব্যাক্তিত্ব শাহ আবুল কাশেম মন্জুরকে আহবায়ক , জহিরুল ইসলামকে যুগ্মআহবায়ক, সুমন আহমদকে সদস্য সচিব এবং তায়েফ হোসেইনকে যুগ্মসদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category