সোমবার, ০১ জুলাই ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন

আগামীকাল থেকে ৪৪ দিন কোচিং সেন্টার বন্ধ

  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২ Time View

আগামী রোববার থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে শনিবার থেকে আগামী ১১ আগস্ট পর্যন্ত ৪৪ দিন দেশের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এর আগে গত ৫ জুন শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় কোচিং বন্ধের এ নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেছিলেন, কোচিং সেন্টারগুলো থেকেই প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে থাকে। এজন্য পরীক্ষার সময়ে কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। কেউ যদি নির্দেশনা না মানে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদরাসা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম-বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এরমধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ এবং ছাত্রী ৭ লাখ ৫০৯ জন। এবার মোট কেন্দ্র দুই হাজার ৭২৫টি ও শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৪৬৩টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category